আমাদের কথা খুঁজে নিন

   

কথাগুলো ৩

বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা। ভালবাসার রং বদলায় ক্ষণে ক্ষণে এইতো বেশ নীল এখন! ভালবাসার আকাশ বেশ প্রশান্ত। সমুদ্রে আজ ঢেউ মৃদুমন্দ দোলায় প্রেমময় পানসিখানি ছুটে চলে সেথায় একফালি চিলতে আলোয় তোমার শরীর স্বর্ণাভ! আমার বাহুডোরে তুমি ঝিরঝিরে হাওয়ায় তোমার এলোচুল আছড়ে পড়ে আমার ওপর উত্তাল তুমি সে যেন পাল্লা দিয়ে চলে বন্য সমুদ্রের সাথে ভালবাসা আজ চলেছে দ্বীপান্তরে! ________________________________ আমি তোমার সীমানার গন্ডিতেই আছি ধরা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় আমি সূর্য চাই না নক্ষত্রও না চাই কৃষ্ণগহ্বর আমি তোমায় বিলীন হতে চাই সীমানা গুঁড়িয়ে দিতে চাই চাই আমার ধ্বংস হোক তোমাতে! শুধু তোমাতে। _______________________________ প্রীতিলতা.. বহুদিন দেখা হয় না তোমার আমার হয়না কোন কথা হয়না মনের বেদনা উপসম আমার জানিনা তোমারও কি তা তোমার মুখখানি ঝাপসা আমার স্মৃতিতে সে ভয়ানক আতঙ্কের প্রিয়তমা.. তোমার স্পর্শের অপেক্ষায় আমি এখনো সে অপেক্ষা আমার অনন্তের!!!! _______________________________ চলবে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.