বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা। জমিন চাষাবাদের তৈরিই ছিল.. শুধু দেরিটুক হল.. ফলন হবে কি হবেনা সে প্রশ্ন অবান্তর.. আমার চেষ্টাটুক তবু.. _________________________ বিয়োগান্ত নাটক লিখবোনা আমি.. যত অশ্রুই ঝরুক.. সে আমার একান্ত জগত.. যত কষ্টই লাগুক.. _________________________ জীবন একটা কুতসিত অধ্যায়.. রন্ধ্রে রন্ধ্রে জমাট কালো.. সে ঠেলেই পথচলা.. সে পথেই হয়ত সমাপ্তি.. _________________________ আমি স্থবির, আমি সময়ের ফ্রেমে বন্দি.. আমার জগত পরিপূর্ন ক্রোধে, বেদনায়, আক্রোশে.. আমি চুর্ন করে দেব সে ফ্রেম.. আমি চাই সে ক্রোধ সে বেদনা স্পর্শ করুক তোমায়.. _________________________ চলবে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।