আজ বড় অস্থির সময় - তোর চোখে অস্থিরতা নাই; চোখে তোর খেলা করে রাজ্যের বিস্ময় .। মুঠো ফোনে হাসাহাসি ভালবাসি কত শত নিরাবেগ প্রেমে প্রেমিকারা দেয় ধরা সহজেই সাধনা তো কবে গেছে থেমে; আজ যদি তুমি তুমি শুধু কাল যদি আর তুমি নাই কত তুমি খুজে পাওয়া যাবে তুমি নাই- তাতে আর কি বা এসে যায়; কারো মনে ভোগ লিপ্সা শুধু অপরুপ হাসি হাসি মুখ আলোর নিচেই থাকে নিঝুম আঁধার মন আর আত্মার অসুখ; অবাধ্য মন কারো কারো শরীরের কাছে পরাজয় শরীরের ক্ষতচিহ্ন সেরে যাবে তবু মনের ক্ষতচিহ্ন- সে তো কোন দিন সারবার নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।