৫।
কোন এক চন্দ্রপ্রহর রাতে
তার ছায়া পড়বে
পদ্ম দীঘরি জলে
আমি হাওয়ায় হাওয়ায় ভাসয়িে দবে
নাওখানি তার ছায়া তলে
কোন এক পদ্মদীঘরি জল।ে
৬।
আমার আছে জল
নত্যি টলমল
আমার আছে সুখ
শূন্য এই বুক।
আমার আছে কান্না
কউে তা বুঝে না
আমার আছে অনন্ত প্রমে
তাও কারো হয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।