আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন ঝামেলা

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

মোবাইল ফোন বা মুঠোফোন ছাড়া আমরা যে একেবারেই অচল সে কথা মনে হয় সবাইকে না বললেও চলবে।

কিনতু এই যন্ত্রটা যে আমার জন্য এক কাল হয়ে দাঁড়াবে তা কে জান তো?অচেনা নাম্বার থেকে মিস কল এলে অনেকেই অস্থির হয়ে যায়। কে আমারে স্মরণ করিল?মানে তা আমাকে জান্তেই হবে। কিনতু আমি সেরকম করি না। যদি কেউ আমাকে মিস কল দেয় তাকে আমি কখনই আবার কল ব্যাক করি না। যাই হক কয়েক দিন ধরে একটা নাম্বার থেকে অনেক মিস কল আসছে।

কিনতু আমি আর কল ব্যাক করছিনা। এমন সময়ে একদিন রাতে সেই নাম্বার থেকে একটা কল আমার কাছে আসল। আমি কলটা রিসিভ করলাম। ও পাশ থেকে নাড়ী কন্ঠ আমার কানে এল। বল্ল ইমরান বলছ? আমি বললাম হ্যা।

-আপনি কে বলছেন প্লিজ? -বলল আমি মৌমিতা। তোমার সাথে মফিজ সারের কাছে পড়তাম। -ঠিক মনে করতে পারছিনা। -ও তাই এত ভুল মন কেন তোমার? কথোপকথনের এই পযায়ে আমার কন্ঠটা পরিচিত মনে হল। আমি বললাম কে সালমান? -আরে দোস্ত একটু মজা করলাম।

পরের দিন সবাই ক্লাসে গিয়ে অনেক হাসাহাসি। যাই হক মনে মনে অনেক রাগ হলাম । ভাবলাম এর পর যদি আবার কল দেয় তখন বুঝাব। কিছু দিন পর আবার একটা কল আসল। ঠিক একই রকম ভাবে শুরু।

মনে হল এবার আসলেই নাড়ী কন্ঠ। কিনতু আবারও পরিচয় দিচ্ছে না। এবার মেজাজটা একটু গরম হয়ে গেল। কিছু ধমক দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঐ নাম্বার থেকে একটা মেসেজ এল।

সেখানে লিখা তোমাকে ভাল ছেলে ভেবেছিলাম। কিনতু তুমি তা নও। বুজলাম না কি হ্ল। খারাপের কি করলাম তাও জানিনা। আবারও আমি কনফিউজড।

এবার কে কল দিল? মুঠোফোন নিয়ে আসলেই অনেক ঝামেলাই আছি। কি যে করি। ইমির

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।