আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন কাব্য



১. তুমি চলে যাবে এটাই সত্যি অথচ ফুলগুলো আজও বাসি হল না বলি মানুষের রক্ত লাল টিকটিকির না। আমি যদি টিকটিকি হতাম তুমি আমার লেজ কেটে লাফানো দেখ তা, মানুষ হয়েছি বলে ছেঁড়া হৃদপিন্ডের লাফানো দেখলা না। ২. লোকে বলে মেয়ে মানুষের মন ঈশ্বরও বুঝে না এই কথা আমি বিশ্বাস করি না। কেননা মেয়ে মানুষ যে কি চাই সে নিজেও বুঝে না। ৩. ভালবাসার এপিট ওপিট দুপিটেই রক্ত কমল কিছুটা বুঝে বাকিটা না বুঝেই ঝরে কেবল চোখের জল। ৪. তোমাকে দেখাতে চেয়েছি ভাদ্রাকাশ, আশ্বিনের চাঁদ তুমি দেখলা অমবস্যা আধার আমার ভাগ্যাকাশে চাঁদ ডুবেছে চলছে চৈত্রের হাহাকার! ৫. এক জোনাকি দুই জোনাকি তিন জোনাকির পরে মন পবনের নাও ভিড়ে রূপসাগরের তীরে। এক জোনাকি দুই জোনাকি তিন জোনাকির পর দুঃখ রাতে সুখ ছুঁয়ে যায় সারা জনম ভর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।