আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন

এভাবে কথা হয় প্রতিরাতে ,স্বাপ্নিক মনে মুঠোফোন হাতে ধরে । কত কল্পিত রাজ্যে হয় আমাদের ছুটোছুটি ,বাস্তবতা হাওয়ায় উড়িয়ে । এভাবে কথা হয় প্রতিরাতে ,আমি থাকি এ প্রান্তে আর তুমি ওই প্রান্তে । আমাদের কথা ফুরাতে চায়না ,চাঁদ-সূর্য কিছুই বাদ যায়না । এভাবে কথা হয় প্রতিরাতে , আমাদের মন খারাপের হয় চালাচালি ।

জোছনা ছুই আনমনে , আমি তুমি জেগে রই শহরের দুই প্রান্তে । এভাবে কথা হয় প্রতিরাতে ,আমার মন খারাপের সঙ্গী হও তুমি ফোনে । ভালোবাসা পাঁজরে বেঁধে যায় ,ভালোবাসার জ্যামিতিক ছকে আমরা আটকে যাই । এভাবে কথা হয় প্রতিরাতে , আমরা ক্রমান্বয়ে আচ্ছন্ন হয়ে যাই একে অন্যের । তোমাতে আমি হারাই , আবার তুমি আমাতে হারাও ।

এভাবে কথা হয় প্রতিরাতে , একটি দিনের গল্প হয়ে যায় আমাদের । আমি কথা বলি, তুমি শুনো ,তুমি কথা বলো ,আমি শুনি । এভাবে কথা হয় প্রতিরাতে ,রাত গভীর থেকে গভীর হয় । ভালোবাসার কথার গভীরে আমরা চলে যাই , আরও গভীরে যাই । এভাবে কথা হয় প্রতিরাতে , একসময় নিদ্রায় আচ্ছন্ন হয়ে আমরা ঘুমিয়ে যাই ভালোবেসে দুই প্রান্তে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।