বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
মুঠোফোন
কত আন্তরিক একটা আধুনিক শব্দ
নষ্ট করে দিচ্ছে মানুষের আবেগ
অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে
এখন শুধু যান্ত্রিক অনুভূতি।
নি®প্রাণ ভালোবাসা
ছোট ছোট আধুনিক বার্তাগুলোয়
নোংরামি, নষ্টামি আর যৌনতা ।
মুঠোফোন নামক জনপ্রিয় যন্ত্রটায়
নিষ্পাপ অনুভূতিগুলো নিতান্তই অবহেলিত
কাঁঠাল চাপা গাছের ছায়ায়, প্রিয়ার সাথে
রাশি রাশি কষ্টের অনুভূতি
অনেকদিন পর হলুদ খামে একটি চিঠি
ভালোবাসার ফুলঝুড়ি ।
মানুষের আবেগঘন পৃথিবী
স্বপ্নের রাজ্য, কল্পনার বিস্তৃতি
সব সনাতন অনুভূতি ভালোই তো ছিলো।
সময়ের আশীর্বাদ মুঠোফোন
সময়কে সহজ করে নষ্ট করে দিচ্ছে অনুভূতিগুলো
জীবনকে সহজ করে নষ্ট করে দিচ্ছে ব্যক্তিত্ত্ব
বিকৃত সম্পর্ক, আদিম সুখ এখানে সহজলভ্য
নষ্ট হচ্ছে মনুষ্যত্ব ।
শিহরণ জাগানো ছোট ছোট বার্তায়
কী সহজেই না চলছে ইয়াবা সেবন
বিকৃত মন, মনুষ্যত্যের অধঃপতন
শিশির ভেজা রাত কিংবা অলস দুপুর
আবেগঘন ভাবনাগুলোয় চাষ হয় নীল কবিতা
কবি তখন নি®প্রাণ, কবিতা নি®েপ্রায়োজন
পশুত্বের দিকে মানুষের বিবর্তন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।