আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন কাব্য



১। এক আকাশে কোটি তারা একটাই চাঁদ এক জীবনে ণে ণে ল কোটি ফাঁদ। চাঁদের ও কলঙ্ক আছে তবু চাঁদকে ভালবাসি আমি অচল বারবার ভুল মানুষকে ভালবাসি। ২। কামের কাছে পরাজিত বিবেকের বাঁধ নারী এক সরতোলা দুধের সন্দেশ হুরতো নয় যেন আগুনগোলা ফাঁদ গুরু শিষ্যের ভেদাভেদ নিঃশেষ। ৩। আমার সকল দিন কেটে যায় দুঃখ দুঃখ খেলে আমার সুখের দিনে কার ছায়া পরে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।