আমাদের কথা খুঁজে নিন

   

আমায় তুমি সঙ্গে নিবে চেতন-বিদ্ধ প্রেমিক প্রবর ?

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। নেটে বসে ভাবছি- আজ কিছু লিখবো না। শুধু পড়ে যাবো আর ভালো লাগলে বা বিরক্ত হলে 'মন্তব্যে' লিখে যাবো। কিন্ত তা আর হলো না। কিছু লিখার জন্য কেমন কেমন করছে মনটা।

তাই লেখার চেষ্টা করছি- সাতরঙা মনের ভেতর আমার কোন স্থান কি আছে ? এ প্রশ্ন ছুঁড়েই কবি এক উল্টোপথে স্বপ্ন-খোঁজে। পা জড়ানো নদীর জলে, পাহাড় চুঁড়ায় স্বপ্ন আঁকা, শীতল মরুর মিহিন বালু উড়িয়ে যায় দুঃখের পাখা, চাঁদনি-ছোঁয়া আকাশ তলে স্বপ্নরা সব মরে থাকে, সবুজ চাতাল ঘুমিয়ে রয় নিরবতার কান্নার ফাঁকে। নোনা জলের তরঙ্গেতে ভাসায় তার কদলি-ভেলা এই ডুবে সে, এই ভাসে -এ যেন তার অরূপ খেলা। এ কোন তোমার পথ হে কবি ! ভীষন তোমার চেতন-ধারা- কাঁটা নিয়ে করছো খেলা, করো ফুল ভেবে আকুল পারা। সামনে তোমার আলোক ধারা কালির মতোন ছড়িয়ে আছে; সেখানেতে যাবে কবি -যেথায় প্রিয় তার ঘুমিয়ে আছে।

আমায় তুমি সঙ্গে নিবে চেতন-বিদ্ধ প্রেমিক প্রবর ? ঘরের ভেতর ঘর ছাড়া যে পাইনা আমি ঘরের খবর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।