আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংকার থেকে জালনোট চক্রে

নারায়ণগঞ্জে ৭৫ হাজার টাকার জাল নোটসহ এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আব্দুর রশিদ (৪৫) নামে ওই ব্যক্তি সারাদেশে সংঘবদ্ধ জালনোট তৈরি চক্রের তিন মূলহোতার অন্যতম। গত ডিসেম্বরে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া হারুন অর রশিদ নামে অপর এক হোতার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমূল আলম। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার জাল নোটসহ টাকা তৈরির ১৭ লাখ টাকার ‘প্রসেসড পেপার’ উদ্ধার করা হয়। আব্দুর রশিদের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার থানার পাহাড়পুর এলাকায়।

তিনি ঢাকার শ্যামপুর থানার পূর্বজুরাইন মুরাদপুরে ভাড়া বাসায় থাকতেন। জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ জানিয়েছেন, তিনি চট্টগ্রাম শাখায় ১৮ বছর অগ্রণী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা ছিলেন। দেশে যে তিন জন জাল টাকার প্রসেসড পেপার তৈরিতে দক্ষ তাদের মধ্যে তিনি অন্যতম। তাদের চক্রের ৫ শতাধিক এজেন্ট রয়েছে। যার মাধ্যমে জাল টাকা সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়।

জালনোট তৈরিতে মর্কিন নৌ-বাহিনীর কাগজ ব্যবহার করা হয় বলে দাবি করেন আব্দুর রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.