কাল শুক্রবার সব ব্যাংক খোলা থাকবে,
তা-তো খোলা থাকবেই। সব দোষ যে ব্যাংকারদের। একজন ব্যাংকার হরতাল, অবরোধ, যে কোন দুর্যোগকালে অফিস করবে। সে নিজ দায়িত্বে হেটে, রিকশায়, বাসে চড়ে নির্দিষ্ট সময়ে তার অফিস পৌঁছাবে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে, নিজ দায়িত্বে পেট্রোল বোমায় পুড়ে মরবে ।
শুক্র বা শনিবারেও অফিস করবে। তাদের কি আর পরিবার-পরিজন বা ব্যক্তিগত কাজকর্ম আছে? ব্যাংকার যে মানুষ নয়।
বাংলাদেশ ব্যাংক বন্ধের দিনে ব্যাংক খোলা রাখার সার্কুলার দেয়। কিন্তু ব্যাংকিং জগতের এই অভিভাবক নিজেরাই অফিস বন্ধ করে রাখে। বাংলাদেশ ব্যাংক খোলা রাখতে হবে বলে গত শনিবার (৩০শে নভেম্বর) তারা ক্লিয়ারিং অপারেশন্স বন্ধ রেখেছিল ।
ভণ্ডামির কি চমৎকার উদাহরন !
মনে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উদারনিতির মুখোশ খুলে যাচ্ছে। বের হয়ে আসছে দলীয় চেহারা। একজন সি গ্রেড পাওয়া গভর্নর এর কাছ থেকে কি-ই বা আশা করা যায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।