আশিস নাবীল [প্রায় ১ বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু লেখা ফ্রন্ট পেজে যাওয়া-না যাওয়া আর কমেন্ট মডারেশনের প্যানায় সে যাত্রায় ব্লগিং কইরা মজা পাই নাই... আজকে হঠাৎ কেমনে জানি অ্যাকাউন্টের ইউজারনেম আর পাসওয়ার্ড মনে পইড়া গেল! আর কী তাজ্জিব ব্যাপার, আমার অ্যাকাউন্ট এখন পুরা সেফ! তাই খুশিতে ছোটবেলায় লেখা একটা কবিতা পোস্টাইতে মুঞ্চাইলো! দিয়া দিলাম!] থাক, তোমাদের জেগে ওঠার প্রয়োজন নেই কোন; তোমরা ঘুমোও। তোমাদের ঘুম আর জাগরণের পার্থক্য খুব সূক্ষ্ম, যতটুকু পার্থক্য ঘুম আর নিদ্রায়! যাদের জেগে থাকার তারা তো জেগেই আছে। এই রাতটুকু অনুসূর্য জ্বেলে আলোকিত করতে তারাই যথেষ্ট। ভোরে সূর্য উঠলে তোমরা তোমাদের দর্শনেন্দ্রিয়গুলো দয়া করে খুলে নিতে ভুলো না। ০৪.১২.০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।