আমাদের কথা খুঁজে নিন

   

ঝুলে আছে বহুমাতৃক

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে ঝুলে আছে বহুমাতৃক _____________ এইতো ধুলোঝাড়া দিয়ে উঠা গায়ে এখনও অনেক লালিত স্বপ্ন চাপা পড়ে আছে অংশে অংশে ( রন্ধ্রে রন্ধ্রে), সমস্থ ক্ষুধা নিবারনের জন্য মাটি খাই ধুলো খাই শুধু জল খাইনা_ এ জলে যে তৃষ্ণা মেটেনা। ব্রহ্মাণ্ডের বহু বলয় দুরে আমার ধুলিবাড়ি, সাথে গুচ্ছ গুচ্ছ ধুলিবাগানে ঝুলে আছে বহুমাতৃক ধুলি ফল_ ঠিক তার পাশে ছুটে চলা অমৃত জল পান করিনা সে জলে যে তৃপ্তি মেটেনা। আমি এখনও বেঁচে আছি (মৃত হয়ে) সেই প্রতীক্ষায় কবে দেহখোলস ছেড়ে গিয়ে অদৃশ্য আত্মা শূন্যতার আনাচে কানাচে ছুটে বেড়াবে পরম তৃপ্তিতে।। ____________________________ ________________বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।