আমাদের কথা খুঁজে নিন

   

ঝুলে থাকা কবিতা

দ্য ইনভিজিবল

কবিতার পরতে কবি'র নিঃশ্বাস ঝুলে আছে। ঝুলে আছে ভীষন তৃষ্ণার্ত কাক, শহরের জড়ানো তারে। ঝুলে আছে নগরের তাবৎ মানুষ! লোকাল বাসে, ছাদের কার্নিশে। বারান্দায় ঝুলে আছে জলছড়ানো তোয়ালে! নুয়ে গেছে হলুদ সর্ষে ফুল ঝুলে পড়েছে দাম্ভিক চোয়াল, অগোছালো কাব্যিক রমনীয় চুল, প্রিয়দর্শিনীর কবিতার ছেঁড়াপাতা ঝুলে আছে স্বপ্নের উঠোনে। ফুল,পিঁপড়ে,সবুজ পাতারা ঝুলে থাক।

ঝুলে থাক নিয়ন আলোর মশাল। নুয়ে থাক তোমাদের প্রকান্ড মস্তক। জলপিঁড়ি ঝুলে থাক রসুই ঘরের খোঁপে। কৃষ্ণচূড়া ঝুলে থাক বালিকার খোঁপায়। ঝুল ঝুল ঝুল ঝুল।

আমাদের তৃষিত চোখে ঝুলে থাকে জল ঝুলে থাকে অপলক চোখের তারায়। জল মুছিয়ে নামাতে হয় ঝুলে থাকা জীবন; ঝুলন্ত জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।