পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত
অজানা অনেক কিছু ঝুলে থাকে আলনার সরল মসৃণ শরীরের বাঁকে
তেলচিটচিটে প্যান্টের ভাঁজে লুকানো থাকে বিবাহউত্তর সম্বর্ধনার কার্ড
কত কিছু ঝুলে থাকে দেয়ালে, পেরেকে, ইটের ধারালো কোনাকানচায়
ছবিশূন্য ফ্রেম ঝোলে, ঝুলে থাকে বাবা মায়ের অস্পষ্ট মুখের কাঠামো
ব্যর্থ স্বীকৃতির সনদ, শৈশব-কৈশোর-যৌবনের স্মৃতি-বিস্মৃতির মাঝগলি
ধানতে ঝুলে থাকে, ঝুলে থাকে দোয়েলের পা, গোলাপের ছেঁড়া পাঁপড়ি
দরজায় ঝুলে থাকে সহস্র রাত- কড়ানাড়া হাত, প্রিয়-অপ্রিয় শব্দচুমুক
অদ্ভূদ সুন্দর হয়ে ঝুলে থাকে ফিরে যাবার শব্দ কয়েক ফোটা কাকজল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।