আমাদের কথা খুঁজে নিন

   

ঝুলে লাল মাসকেলেন্ডার! (৮১+)

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

দুই নয়া কাপল মানিকগঞ্জ আইলাম! গালফরেনডে নয়া মডেলিং শুরু করছে," এ তুমি কোথায় আনলে, সব যে ফাকা ফাকা লাগছে!" : মনে হয় সব ইংল্যান্ডে পলাইছে! : আরে ধুর! সব সময় শয়তানি আমার ভালা লাগে না! : আমার ভালা লাগে! : শুনো, এই দুনিয়াতে আমার কেউ নাই, না থাকার জায়গা! : কও কি, যাও আইজকা থিকা গুলশানের খাঁ খাঁ ফ্লাট তুমার হইয়া গেলো! : জানো, আমি জন্ম থেকেই ধরতে গেলে এতিম, বাবাকে কাছে পাইনি যে আমাকে বুকে টেনে নেবে! : ব্যাপার না, আজকা থিকা আমারডারেই ডাইকো! : তাই? তুমি কতো লক্ষ্মী! জানো, আমি না ছোট বেলায় মায়ের আদোরও পাই নাই! : এইডা কুনো ব্যাপার হইলো, আজকাই আমার বাসায় চলো! (মনের মধ্যে কুনখান দিয়া জানি ঢিকটিং ঢিসটিং বাজনা শুরু হইয়া গেলো!) : তাহলে তো ভালোই হলো, আমার কোনো বড় ভাই নাই, তুমি কি আমার ভাই হবে? মনের মধ্যে মনে হইলো, কুন ব্যাটায় জানি বেসুইরা গলায় গাইতাছে," ঝুলে ঝুলে লাল, দম মাসকেলেন্ডার!" এরেই কয় কপালের নাম গুপাল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।