আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতার কাব্য

ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। একটু বড় হয়ে এর সাথে যুক্ত হ’লো পড়া ও লেখালেখি, তারপর ফোটগ্রাফি। একটুকরো মেঘ, একফালি জোছনা কিংবা হেলে পড়া পরিত্যাক্ত একটি গাছ; এ কী কখনো নিঃসঙ্গতার কাব্য হতে পারে ! অথচ জনারণ্যে নিঃসঙ্গতর মানুষের বর্ননা দিতে পারে এ কবিতা । আবার কখনো কখনো অনেক আকাশ জড়ো করেও একটি বৃষ্টির গান লিখতে পারে না। রৌদতপ্ত মুহুর্তে আর্কটিক মহাদেশের শীতলতা কবিতার শরীর কাঁপায়। সাধু জলের সন্ধানে হাজারে নদীবুকে ডুব দেয় শব্দেরা, অতঃপর সমুদ্র অনুভুতি নিয়ে ফিরে আসা। বিজাতীয় এ’ জীবনে, গহন একাকীত্বতা ছন্দপতন ঘটায়। অত:পর এক কোজাগরি পূর্নিমায় শূন্যতার হাওয়ার দোলে জন্ম নেয় নিঃসঙ্গতার কাব্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।