আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতার সাথে যদি সমান্তরালেও থাকতে পারতাম।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

অনেক দিন হয়ে গেল , প্রায় সাত মাস , কক্সবাজার সেচ্ছা নির্বাসন ভোগ করছি। ভোগ শব্দ প্রয়োগে ভোগবাদী হয়ে গেলাম নাকি আবার । হলে হয়েছি। আমরা সবাই ভোগবাদী জগতকে শেয়ার করে চলি । ভোগবাদী আমরা সবাই।

যে বলবেন সে ভোগবাদী না। সে মিথ্যুক। নির্বাসন এ সমুদ্রের ভালবাসার ছোয়া অশান্তির মাঝে নিত্য ছোট ছোট শন্তির বুদবুদ এ ভরাচ্ছে মন । কেটে যায় দিন অপটিক্যাল যন্ত্রপাতির নাড়াচায় আর সমুদ্রের ভেজা বালুর স্পিরিচুয়াল টাচ এ । কিন্তু মানুষ তো; নিসঙ্গতা সেই যে সেই প্রিভিয়াস কোন বিতত ক্ষণে পেছনে লেগেছিল এই এতদূরে কক্সবাজার এ ও ঠিকই পথ খুঁজে খুজে আমকে চিনে ফেলেছে।

হঠাৎ কবিতা বাদ দিয়ে তাই নিঃসঙ্গতার কাছে হেরে যাওয়া দৌড়ের কথা বলতে মন চাইছে ভীষণ। নিঃসঙ্গতার আলপিনিয় খোচা খাচ্ছি আর টিভির পর্দায় দেখছি মাতৃভূমির ধর্ষন কখনও উলঙ্গ করে কখনও কাপড় পড়িয়েই। পত্রিকায় নির্দোষে মানুষের অহেতকু লাশে হয়ে যাবার এর ছবি। মরে যাচ্ছে প্রগতি.............কষ্ট ও নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব করেছে। যেমন বন্ধুত্ব্ব বুশের সাথে করে বসে টনি ব্লেয়ার ইরাক ধ্বংসের খেলায়।

লাইন চ্যুত হচ্ছি নকি লেখায়। যাক আরও লিখলে আরও লাইন কোন কোন বেশ্যালয়ে ঢু মারবে তার ঠিক নাই। কি করা যায় বলেন তো সুধীজন নিঃসঙ্গতার সাথে জিততে না পারি এট লিস্ট সমানতরালে থাকতে পারি তার জন্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।