অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... পৃথিবীতে ভালোবাসা নামের সোনার হরিণ হয়ে গেছে রুপকথারি মতো, সেখানে চাওয়া পাওয়ার হিসেবের কর্ষণ চলছে যোগের খাতায় অবিরত। বিয়োগের ব্যবসা কে করে ভাই? তাইতো ভালোবাসায় পূর্ণতা নাই! মনের কথা মনেতে থাক না তাই প্রকাশে কি লাভ শুধুই অবজ্ঞা পাই, নাই যদি জুটে না পাওয়ার জ্বালা বরণ যদি না করি কন্টক মালা, কি করে লিখবো বলো দুঃখ গাঁথা প্রকাশ তো হবে না মর্ম ব্যাথা! ব্যাকুল মনের আকুলতা নীরবে নীরবে কাঁদে করে সতত বন্দনা দীন হীন প্রাণে, তমশা আবৃত রাত আসে না প্রভাত আহত হৃদয় আজ পায়না মুক্তির স্বাধ। প্রাণের বহ্নি শিখা তাই জ্বলুক আবার নিঃসঙ্গতার দহন জ্বালা চির সাথি আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।