আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতার একটি নাম দেবে বলেছিলে তুমি



১. শুধু একটিমাত্র ভুল করবো বলে, সারা জীবন ভুলে ভুলে আর কোনো ভুল করা হলো না আমার, জীবনের এই যে পরম বিশুদ্ধতা,কি লাভ তাতে বলো ? আমি বরং একটিমাত্র ভুল করতে চাই, যে ভুলে সকল ভোলে তোমারে ভোলে যাই । ২. নিঃসঙ্গতার একটি নাম দেবে বলেছিলে তুমি তাই নিজ হাতে বেঁধেছিলে একটি শঙ্খসাদা ঘর, এখন ঘরের ভেতর তোমার নিঃশব্দ-বাস করে এক ত্রিকোণমিতি পর; এ কেমন ঘর তোমার, এ কেমন ঘর ? অথচ, নিঃসঙ্গতার একটি নাম দেবে বলেছিলে তুমি,,,,,,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।