আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতার কান্না



ঘুমাওনি তুমি গতকাল সারারাত , তোমার কান্না ভেঁজা জলে এসেছে প্রভাত । কেউ জানুক না জানুক আমি তো জানি , দুঃখ থেকে আসে কান্না আর গ্লানি । তোমার বুক জুড়ে ছিল কালিমা ঘন , আলোকিত এ শহর তা দেখেনি কখন । তোমার অশ্রু জলে র্নিঃলিপ্ত তারা , খোজেনা কিছুই এ শহর প্রশান্তি ছাড়া । ভয় নেই তোমার,ভালবাসার আশ্বাস নাও , আসবে নতুন সময় দুঃখ ভুলে যাও ।

নতুন বাতাস বইবে কেটে যাবে মেঘ , সূর্য হেঁসে আঁকবে আলোর রেখ । তোমার বুক জুড়ে থাকবে নীল , ভাসবে সাদা মেঘ উড়বে চিল । নতুন দিন এলে তুমি বলবে হেঁসে , জীবন এটাই যেখানে দুঃখের পরে সুখ আসে । বৃষ্টি শেষে নতুন নীল আকাশ , দেবে নতুন দিনের আভাস । আমার ডায়রির পাতায় থাকুক লেখা , সবাই কাঁদে নিঃসঙ্গতায় একা একা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।