আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মৃতি ও প্রার্থনা

আজ ভুলে যেতে চাই... আমি কখনও অসহায় ছিলাম, বন্দি ছিলাম কোন আঁধারের প্রাসাদে। আমি শুধু অনাগত দিন দেখি... আলোর পথ কবে দেখাবে সে আমাকে , নতুন ভোরের মত নিষ্পাপ কোন দিবসে। আজ ভুলে যেতে চাই.... ভুলের কত মাসুল কোনদিন দিয়েছিলাম, ভুল আমাকে তাড়িয়ে নিত গভীরে আমাতে। আমি শুধু ভুলকে ফুলের মত দেখি.... ভুল আমাকে শেখাবে অনেক কিছু , কি করে শুদ্ধতায় আনব নিজেকে। আজকে ভুলে যেতে চাই .... যন্ত্র ভেবেছিলে তাই পুতুলের মত নেচেছিলাম, মানুষ নয় কোন আবর্জনা ভেবেছিলে সরবে।

আমি শুধু সম্মেুখের দিনগুলি দেখি.... তুমি আমাকে হয়ত স্বরূপ চেনালে, আমিও খুঁজে নিলাম মুক্তির পথ মিছিলে। আজ ভুলে যেতে চাই.... এ ধরার বুকে কখনও সুখী হয়েছিলাম, সুখের বন্যায় এড়িয়ে গিয়েছিলাম দায়িত্ববোধ। আমি শুধু পাশে দাড়াব আজ.... পৃথিবীর সকল বঞ্চিত আর নির্যাতিতের, ভয় দূর করে অধিকার আনব ছিনিয়ে। হে প্রভু, শক্তি দাও আমি ভেঙে পরার আগে, আর কোন অপমৃত্যুর আগে। হুশে আনো, সময় ফুরোবার আগে, আমি দায়িত্বহীন ভাবে চলে যাওয়ার আগে।

গ্রহণ কর প্রভূ বান্দাকে আজ, রয়েছে যে বাকি আমরন কাজ। তানিয়া হাসান খান সময়:৩:৫৭মি. (দুপুর) তারিখ: ১/৪/১৩ ইং উৎসর্গ : কবিতা টি আমার কবিতার একজন নিয়মিত পাঠক এবং অনেক প্রিয় ছোট ভাই Tahsan Kabbo কে উৎসর্গ করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।