আমারে কবর দিও হাঁটুভাঙার বাঁকে জীবনের গভীরে অতল ডুবেও স্মৃতি তার নৈশ পাহারা রাখে! শৈশবের কনকনে শীত তাড়িয়ে নিয়ে উপত্যকা থেকে দূরে তার কোন্ অদ্ভুত সাহসে যায়? তবে কি দেবতারা আছেন দেবী ও শঙ্খকলাসহ চোখ ও মগজের সীমানায় অধরা? বিসর্জনের পরও বিস্তারে এই পোত্তলিকতার দায়? আমি নাই- আমার ইতিহাস আছে ইতিহাস পাঠ নাই- বিস্মৃতি অর্জনের কালে নিরাকার, বস্তু ও ভাবের ঘরে, দেখতে অবিকল শূণ্য শূণ্য শূন্যতা.. চোখ ও মনের ঘুম আর সীসার আস্তরনের নীচে জমা হয়েছে আমার মগজ, দিল ও দরিয়া, আমার আত্মার নীচে এসে লুকিয়েছে শিশ্নহীন পৌরষ ও ঘননীল পেশাবের দাগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।