পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... সুইমিং পুলের সামনের পথে হাটছিলাম। অজস্র স্মৃতিগাঁথা ফুটপাথের `পরে থমকে যাই- "একদিন তোমাকে একপলক দেখার জন্য আমি এ রাস্তার পাহারাদার হব। হয়তো বা গাড়ির ড্রাইভার বা বাগানের মালী, অথবা তোমার ঘরের জানালায় চড়াই পাখি, হয়তো বা অতল অন্ধকার যেখানে তুমি দেখবে না আমার নিরব চেয়ে থাকা; পায়েল হয়ে সারাক্ষন তোমার পেলব পা দুটো জড়িয়ে থাকবো, রিন রিন করে বেঁজে ওঠে তোমায় জানিয়ে দেব- এই তো, তোমার খুব কাছেই আছি।" কখন যে চায়ের দোকানে পৌছে গেছি টের পাই নি। ঠিক তক্ষুনি- ভারী নিঃশ্বাস এসে জানিয়ে যায় ভেসে যাওয়া জল কভু ফেরে না হায়! -সেপ্টেম্বর,২০১০।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।