আমাদের কথা খুঁজে নিন

   

সেন্ট ক্যাথরিনের স্পাইডারম্যান এবং ...

সব অভিমান আকাশের চেনা চেনা..

কানাডায় থাকার দিনগুলো ফুরিয়ে আসছে দ্র ুত... ব্যাপারটা একদিকে সুখের, অন্যদিকে বিরহের! ডাউনটাউনে থাকার আনন্দই আলাদা, তার উপরে সেন্ট ক্যাথরিনের মতো চীরজাগ্রত একটা রাস্তা যদি থাকে বাড়ির পাশে তাহলে তো কথাই নেই। এ জায়াগাটা সংস্কৃতিপ্রেমীদের ভীষন প্রিয়, তাই গে-লেসবিয়ান প্যারেড, জ্যাজ ফেস্টিভাল কিংবা চলচ্চিত্র উৎসব - সকল আয়োজনেরই কেন্দ্র হয়ে ওঠে এই সেন্ট ক্যাথরিন। আজকে সন্ধ্যায় তাই বের হলাম, শেষ কটা দিন দেখে যাই মন ভরে। বড় রাস্তায় উঠতেই দেখি ক্যালিপসো ড্রামের শব্দ। ফোরাম পেপসির (মল এবং থিয়েটার) জন্য প্রোমোশন হচ্ছে। মহানন্দে ড্রামের তালে সবাই নেচে যাচ্ছে। হঠাৎ স্পাইডারম্যান স্টাইলে একজন ঝুলতে ঝুলতে নাচ শুরু করলো.. [link|http://www.vimeo.com/clip:105815|wfwWI

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।