সুপ্রভাত! ঢাকা (শীতকাল) সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সুপ্রভাত! মিলনছড়ি (শীতকাল) জলসিঁড়ি নদীতীরে তোর খুশির কাঁপন যেন বাজে ও… কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে। শুভ সন্ধ্যা! জয়দেবপুর (বসন্তকাল) সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। শুভ সন্ধ্যা! ইনানী সৈকত (বসন্তকাল) আঁকা-বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে ও… পদ্মকাঁপা দিঘী-ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায় চিরতরে। শুভ সন্ধ্যা! ইনানী সৈকত (বসন্তকাল) শুভ সন্ধ্যা! নিঝুম দ্বীপ (বসন্তকাল) সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। যেতে নাহি দেব তবু……. *ছবিগুলো সব আমার তোলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।