আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য পর্ব -২ । বিস্তারিত । First merit list

অবুঝ ম্যান। কিচ্চু বুঝি নাই। সৌর্য কোন দিক দিয়া উত্থান হয় । হি হি । ইচ্ছা হলে আমার প্রথম পর্ব টি দেখতে পারেন এখান হতে দেখুন লিংক http://www.nuadmission2011.org.bd ওয়েব সাইটে গিয়ে আপনি প্রথম মেধার লিস্টে এসে থাকলে আপনার আবেদন ফরম ও পাবেন।

এখানে আপনি একটি ফর্ম আসবে। এরপর উক্ত ফরমে আপনার কিছু তথ্য দেয়া থাকবে। এবং যে শ্যাডো যুক্ত ঘরগুলো দেখবেন সেখানে আপনি আপনার কিছু তথ্য যেমন পিতা/মাতার মাসিক ইনকাম, পেশা, বর্তমান /স্থায়ী ঠিকানা এবং ফোন নং দিতে হবে। এছাড়া এখানে আপনার বৈবাহিক অবস্থা, ধর্ম, লিঙ্গ, মোবাইল নং (পরিবর্তন করবেন) পূরন করতে হবে। কিছু তথ্য ফরমে দেওয়া থাকবে।

(পিতা,মাতার নাম, পূর্ববর্তী পরিক্ষার তথ্যা ইত্যাদি দেয়া থাকবে। অবশেষে ফরমটি পূরন করে সেভ ফরম (ব্রাইজারের উপরে বাম কোণে) বাটনটিতে ক্লিক করতে হবে। অবশেষে একটি কলেজ কপি ও একটি স্টুডেন্ট কপি (হার্ডকপিপ) দেখাবে। এরপর আপনি পেজ সেটআপ ১০০%করে প্রিন্ট দিবনে । প্রিন্টে দুটি কপি (কলেজ ও স্টুডেন্ট কপি) ভাল হয় যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন।

তথ্যগুলো পূরন করার পর মনোযোগ দিয়ে দেখবেন। কারন একবার সেভ ফরম বাটনে ক্লিক করার পর আর কোন অবস্থাতেই ফরমের তথ্য পরিবর্তন (এডিট) করা যাবে না। সো খুব সতর্ক ভাবে পুরন করবেন । উপেরর কথাগুলি শুধুমাত্র ১ মেধা তালিকার জন্য প্রযোজ্য। প্রথম কিস্তি- দেখুন Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.