বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আমি প্রচুর গান শুনি। নানাধরণের গান. বাংলা, ইংরেজী, হিন্দী সবই শুনি। তবে বাংলা গান অনেক বেশী শুনি। আর যখনই আমাদের জাতীয় সঙ্গীতটা শুনি, হৃদয়ে একটা অদ্ভুত আলোড়ন অনুভব করি, মনে হয় এই গানের মত সুমধুর সুর আর কোন সুর আর হতে পারেনা।
আজ সন্ধ্যায় টিভি দেখার সময় কোন এক বাংলাদেশী চ্যানেল এ জাতীয় সঙ্গীতটা দেখাচ্ছিল, দেখে একটা শিহরণ অনুভব করলাম শরীরে।
জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা আমাদের অমূল্য সম্পদ। কিন্তু প্রিয় ব্লগার বন্ধুরা, আমরা কি একবারও ভেবে দেখেছি, আমরা এই দুটি অমূল্য সম্পদকে যথাযথ সন্মান করছি কিনা? এখনও অনেক জায়গায় দেখা যায় জাতীয় সঙ্গীত যখন বাজানো হয়, অনেকেই অবজ্ঞার ভাব প্রদর্শন করে থাকে, খুব কষ্ট হয় এসব দৃশ্য দেখলে। আগে দেখতাম সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত প্রচার করা হত, কিন্তু রাগ লাগত এটা দেখে যে অনেকেই এই জাতীয় সঙ্গীত শুনেও কয়েক মিনিট দাঁড়িয়ে এটাকে সন্মান দেখাচ্ছেনা। তখন খুবই অবাক হতাম যে এ কোন দেশে বাস করছি আমরা যে দেশ স্বাধীন করতে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন অথচ যে স্বাধীন দেশের পতাকা অর্জনের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই পতাকাকেই আমরা অবজ্ঞা করছি? যখন জাতীয় সঙ্গীত প্রচারিত হয় বা জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এই দুটি জিনিসের প্রতি সন্মান দেখাতে আমাদের তো খুব বেশী শক্তি খরচ হয়না, জাতীয় সঙ্গীত প্রচারের সময় কয়েক মিনিট দাঁড়িয়ে সন্মান প্রদর্শন করা কি খুব বেশী কষ্টসাধ্য? প্রিয় ব্লগার বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, যে অসীম ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আমাদের সকল বীর যোদ্ধারা এই দেশটিকে স্বাধীন করেছেন, তার উপযুক্ত মর্যাদা কি আমরা আজ পর্যন্ত দিতে পেরেছি? কিছুদিন আগেও রাজাকারগোষ্ঠীরা যারা দেশের ক্ষমতায় আসীন ছিল, তাদের গাড়ীতে যখন জাতীয় পতাকা উড়তো, এতে করে কি জাতীয় পতাকার অবমাননা হয়নি? শুনেছি জাতীয় পতাকার অবমাননা বিষয়ে শাস্তির বিধানও আছে, কিন্তু এই বিধান মানা হয়?
আসুন আমরা আজ থেকে শপথ নি, আমরা নিজেরা আজ থেকে কখনো জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি কখনো অবজ্ঞা প্রদর্শন করবোনা, এদের প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করব এবং যারা এই দুটি অমূল্য জিনিসের অবমাননা করবে, তাদেরকে আমরা আমাদের সাধ্যমত প্রতিহত করব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।