আমাদের কথা খুঁজে নিন

   

:::দৃষ্টিভঙ্গি:::

বৃদ্ধাশ্রম নিয়ে আমাদের সবারই একটা নেতিবাচক ধারনা রয়েছে। সবাই ভাবে বৃদ্ধাশ্রম এ যাওয়া মানে বিশাল কোন অপরাধ করা । বৃদ্ধাশ্রম কে আমরা কেন নেতিবাচক ভঙ্গিতে সব জায়গায় উপস্থাপন করি বুঝি না। এটার একটা ইতিবাচক দিক ও আছে । বৃদ্ধাশ্রম কে আমরা এতোটা নিকৃষ্ট স্থান কেন ভাববো ? বৃদ্ধ বয়সে বাসায় একা একা না থেকে আর আট-দশ টা মানুষের সাথে যদি কোথাও থাকা যায় তাহলে ক্ষতি কি ? আমরা বৃদ্ধাশ্রম টা কে জেলখানা না ভেবে সুন্দর সময় কাটানুর একটা ভালো জায়গা মনে করতে পারি । পরিবার এর সবাই তাদের দেখতে যাবে, যে কোন সময় তারা বাসায় আসবে । যাদের পরিবার দূরে থাকে, অথবা সবাই খুব বেস্ত থাকে তারা বাসায় একা একা না থেকে আর আট-দশ টা মানুষের সাথে ভালো থাকতে পারে । হায়রে মানুষ, আমরা বরই পরিবার কেন্দ্রিক ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.