দৃষ্টিভঙ্গি তরল হোক দৃষ্টি তোমার সরল হোক মন, গরল সবই ভেস্তে গেলে চিনবে আপনজন। নিমের পাতা বড্ড তিতা যতই ঢালো মধু, লাভের লাভ নেইতো কিছু বাইরে মিষ্টি শুধু। সাজসজ্জার চটক দেখে যায় কী বুঝা ভালো, দিনের আলোয় সব পরিষ্কার রাত্রি হলে কালো। চোখের দেখাও হয়রে ভুল থাকলে মনে আলো, নিজের জ্ঞানেই বুঝবে সবই মন্দ কিংবা ভালো। নিজের ভাল চায়রে সবাই পরের ভালয় কজন! আর্তের সেবায় ব্যস্ত যেজন সেইতো আপনজন। তোমার আমার বিভেদ যতো সবই বুঝার ভুল, দৃষ্টিভঙ্গি পাল্টালে তবেই সময় হয়রে অনুকুল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।