শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে মনির খান এবারের ঈদে তার চল্লিশতম একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। তার চল্লিশতম অ্যালবামটিতে মোট গান থাকবে দশটি। দশটি গানেরই কথা লিখেছেন মিল্টন খন্দকার। সবক’টি গানের সুরও করেছেন তিনি।
মনির খানের ৩৪তম একক অ্যালবাম ‘ভালোবেসে যারা কেঁদেছে’র সব গানের গীতিকার এবং সুরকার ছিলেন মিল্টন খন্দকার। অ্যালবামটি ২০০৫ সালে বাজারে এসেছিল। এরপর মনির খান ও মিল্টন খন্দকার আর কোনো নতুন একক অ্যালবামে একসঙ্গে কাজ করেননি। দীর্ঘ প্রায় ছয় বছর পর আবারও তারা দুজন একই অ্যালবামে কাজ করছেন। পাঁচ বছর পর মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গাওয়া প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ কয়েক বছর যাবত মিল্টন ভাইয়ের কথা ও সুরে কাজ করা হয় না।
যে কারণে অনেক শ্রোতারই অনুরোধ ছিল যেন তার সঙ্গে কাজ করি। তাছাড়া আমারও কেন যেন মনে হচ্ছে, মিল্টন ভাইয়ের সঙ্গে আবার নতুন করে একটি অ্যালবামের জন্য কাজ করলে শ্রোতারা আরও ভালো কথা ও সুরের কিছু গান শুনতে পাবেন। সেই ভাবনা থেকেই মূলত আমার চল্লিশতম একক অ্যালবামটির কাজ করছি। ’ মনির খান জানান, এরই মধ্যে অ্যালবামের অধিকাংশ গান রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঈদের আগেই অ্যালবামটি এমএম প্রোডাকশনের ব্যানারে শ্রোতাদের হাতে তুলে দেয়া হবে।
অনেকদিন পর মনির খানের জন্য অ্যালবাম করা প্রসঙ্গে মিল্টন খন্দকার বলেন, ‘সবসময়ই মনির খানের জন্য আমি বাণিজ্যিক চিন্তা করে গান করতাম, কিন্তু এবারের অ্যালবামটি মূলত আমাদের দুজনকেই শ্রোতাদের মাঝে অনেকদিন যেন বাঁচিয়ে রাখে সেই ভাবনা থেকেই এবারের অ্যালবামটি করছি। এই অ্যালবামটি আমাদের দুজনেরই অনেক চিন্তার ফসল। অনেক ভালো ভালো গান থাকবে এই অ্যালবামটিতে। ’ বিশেষত উল্লেখ্য, মনির খানের প্রথম একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ অ্যালবামটির কথা ও সুর ছিল মিল্টন খন্দকারের। এরপর তারা দুজন প্রায় দশটির মতো অ্যালবাম করেছেন।
মনির খানের নতুন একক অ্যালবামটির কয়েকটি উল্লেখযোগ্য গান হচ্ছে মায়ের দোয়ায় আউলিয়া, নামি দামি টাকা পয়সা, আমার চোখে অশ্রু দেখে। আরও সাতটি গান থাকবে এই অ্যালবামে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।