A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . এখন বেশ রাত। সমগ্র শহর হয়তো এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মনির প্রায় ১ ঘণ্টা ধরে রাস্তায় হাঁটছে। অনেক দিন এত রাত করে রাস্তায় হাঁটা হয়না। দেখা হয়না স্বচ্ছ রাতের আকাশ।
তাই আজ ও হেঁটেই যাচ্ছে তার গন্তব্যস্থলে। আরেকটা জিনিস এই হাঁটার পেছনে খুব প্রেরনা যোগাচ্ছে। সেটা হল মানিব্যাগ। ও যাচ্ছে একালার একজন নামকরা মান্তান এর সাথে দেখা করতে। নাম হিরু।
মনিরের সাথে তার সখ্যতা হওয়ার কাহিনী আরেকদিন বলা যাবে। এই একঘণ্টা যাবত মনির অনেক কিছু নিয়ে ভেবেছে। ওর নিজের মতো করে ভেবেছে মানুষজাতিকে নিয়ে, ভেবেছে নিজেকে নিয়ে, আর সব থেকে বেশি ভেবেছে হৃদি কে নিয়ে। মনিরের সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা। চারপাশ থেকে বিভিন্ন ধরনের সমস্যা তার সহজ সাধারণ জীবনটিকে ঘিরে ধরেছে।
মনির সামনে তাকিয়ে দেখল সেই ল্যাম্পপোস্ট যেটার নিচে হিরুর সাথে তার দেখা হওয়ার কথা। হিরু আগেই চলে এসেছে। ও তাকাতেই ওর দিকে ইশারা করে হাত নারলো হিরু। এগিয়ে আসলো খানিকটা।
হিরু মাস্তানঃ মনির ভাই, কেমুন আছেন?
মনিরঃ ভালো।
তুমি কেমন আছো?
হিরু মাস্তানঃ আমাগো আর থাকা। আছি কুনু করম। দিনকাল অহন খুব খারাপ। একটু সাবধানে থাকতে অইতেছে। এই সাংবাদিক গুলারে নিয়া বড়ই ঝামেলায় আছি।
এরা ক্যামনে জানি ঠিকই সব কিছুর খবর পাইয়া যায়। বড়ই বিপদ। আপনের লাইগা কি করতে পারি?
মনিরঃ তেমন কিছু না, মনির। একজনকে একটু ভয় দেখাতে হবে। হৃদিকে কয়েকদিন থেকে খুব disturb করছে।
হিরু মাস্তানঃ ও আইচ্ছা। ভাই আপনি কইলে একদম ফালায় দেই। এইসব পোলাপাইনরে ভয় দেখাইলে কুনু লাভ হয় না। এরা এহন হৃদি আপারে জ্বালাইতেছে, এরপর উনারে ছাইরা অন্য মাইয়া রে জ্বালাইব। ফালায় দেই?
মনিরঃ না না।
তার কোন দরকার নেই।
হিরু মাস্তানঃ হৃদি আপা কেমুন আছে?
মনিরঃ হম ভালো।
হিরু মাস্তানঃ ভাই চলেন সামনের দোকানে বইসা ২ কাপ চা খাই। আপনের সাথে গল্প করতে ভালো লাগে। মনের সব কথা খুইলা কওয়া যায়।
কিছুই লুকানু লাগে না।
মনিরঃ আমার পকেট কিন্তু ফাঁকা।
হিরু মাস্তানঃ ধুর ভাই, আসেন তো। ১০ বছর ধইরা মাস্তানি করি। অহন যদি ২ কাপ চা এর বিল দেওন লাগে তাইলে কি মাস্তানি করলাম?
মনিরঃ আচ্ছা চল।
ওরা চা এর দোকানে গিয়ে বসলো।
হিরু মাস্তানঃ মনির ভাই, দেশের অবস্থা তো খুব খারাপ। জানেন নাকি কিছু?
মনিরঃ না তো, কি হয়েছে।
হিরু মাস্তানঃ আরে ভাই কইয়েন না। সামনে নির্বাচন না? অহন তো সব দলই মাঠে নামতেছে নিজেগো agenda লইয়া।
চারদিকে হরতাল মারামারি ভাংচুর এ ভইরা গেছে। এই তো কয়েকদিন আগে বিশ্বজিৎ নামের এক হিন্দু পোলারে রাস্তার মধ্যে নগদে কোপাইয়া মাইরা ফালাইলো। অবশ্য আহন কোন দলই এই হত্যার দায় স্বীকার করতেছে না।
মনিরঃ বল কি? এত খারাপ অবস্থা?
হিরু মাস্তানঃ আরে ভাই এইডা তো কিছুই না। ভিতরে ভিতরে যে আর কত কিছু অইতেছে তার ঠিক নাই।
আমরা তো ধরেন এই লাইন এরই লোক। আমাগো কাছে এইসব খোঁজ খবর আসে। সুনবেন কি কি ঘোটতেছে?
মনিরঃ না থাক। ইচ্ছা করছে না।
হিরু মাস্তানঃ মনির ভাই, আপনারে আমি একখান পিস্তল দেই, সাথে রাখেন।
কখন কাজে লাইগা যায় কওয়া যায় না। কইলাম না? দেশের অবস্থা খুব খারাপ।
মনিরঃ আমার পিস্তল লাগবেনা, হিরু। আমাকে কেউ মারতে আসবে না।
হিরু মাস্তানঃ এইডা একটা কথা কইলেন মনির ভাই? এইযে বিশ্বজিৎ এর কথাই ধরেন।
পোলাডা দোকানদারি করতো। রাজনীতির ধারের কাছেও কুনুদিন যায় নাই। ভালো মানুষের আর ভাত নাই এই দুনিয়ায়। বুঝলেন মনির ভাই? খামাখা তো মাস্তানি করতে নামি নাই, তাইনা? আমার আম্মা আব্বাও ছুডু কালে আমাগো শিখাইছে, কহনো মিথ্যা কবি না, কারুর কুনু ক্ষতি করবি না।
মনিরঃ আমি পিস্তল হাতে নিতে পারবো না, হিরু।
মরে গেলেও না।
হিরু মাস্তানঃ আইচ্ছা থাউজ্ঞা। বাদ দেন। আপনে না রাখতে চাইলে নাই। হৃদি আপার কতা কন।
উনার বাপ ভাই এ কি আপনাগো সম্পর্ক মাইনা নিছে?
মনিরঃ না হিরু। ওর পরিবারের সাথে আমার ঠিক যায় না। ওরা অনেক ধনী। ওরা রাজি হবে না।
হিরু মাস্তানঃ হইব না মানে? উনার বাপ ভাই চইদ্দো গুষ্টি সহ রাজি হইব।
আপনি খালি আমারে অনুমতি দেন। এমন system করমু উনাব বাপ আইসা আপ্নেরে কোলে কইরা নিয়া যাইয়া হৃদি আপার লগে বিয়া দিবো।
মনিরঃ না হিরু, তোমার কিছু করতে হবে না।
হিরু মাস্তানঃ ভাইজান, আপনে একটু বেশি সরল সোজা মানুষ। জিবনে অনেক ধরা খাইবেন।
কইলাম না? ভালা মাইনসের যুগ গেছে গা।
মনিরঃ আমি এমনই হিরু। আমি এমনই। আমার এই জগতে দেয়ার মতো শুধু একটা পরিচয়ই আছে। সেটা হল আমি মানুষ।
এই পরিচয়টাও হারিয়ে ফেললে যে আমার আর কিছুই থাকবে না, হিরু। তাই আমি এমনই।
হিরু মাস্তানঃ আপনি আসলেই খুব ভালো মানুষ মনির ভাই। এর লাইগাই আপনেরে আমার এত ভালো লাগে। কুনু দরকার লাগলে আমারে শুধু খবর দিয়েন।
আমি মানুষ কিনা জানি না ভাই। তয় মানুষের কদর এহনো করি। থাকেন ভাই, আইজ যাই। একটা ক্ষেপ আছে।
মনিরঃ আচ্ছা, আর এই নাও এইখানে ছেলেটার নাম আর ঠিকানা লেখা আছে।
শুধু ভয় দেখাবে যেন হৃদিকে আর না জ্বালায়। গায়ে হাত দেয়ার দরকার নেই। পারবে না? আঘাত করবে না কিন্তু।
হিরু মাস্তানঃ আমার উপ্রে আপনের ভরশা নাই? কুনু টেনশন নিয়েন না। আমি দেখতেছি ব্যাপারটা।
অনেক ঠাণ্ডা পরছে। যান ভাই, রুমে যান গিয়া।
মনিরঃ ভালো থেকো হিরু, সাবধানে থেকো।
************************************
************************************ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।