আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়্যারইন ব্লগ এর মোডারেটরদের উপর আমি রাগলাম ।

১) ২০ দিন হয়ে গেলে এখনও আমি তাই আছি যখন আমি রেজিস্টার করেছিলাম তখন যা ছিলাম । আমার ২ টা বন্ধু আমার পরে রেজিস্টার করে এখন সেফ । আর আমি সেই ওয়াচেই পরে আছি । এটা হল আমার প্রথম রাগ । ২) অনেক লেখা দেখলাম খুব ফালতু মানের ।

মানে কোন এক দৈনিক এ ছাপিয়েছে সেগুলো দিয়ে পোস্ট দেয় । সেখানে থেকে কপি আর এখানে এসে পেস্ট । এটা আগেও ছিল কিন্তু এতো ছিল না । আবার সেসব ব্লগের এর লজ্জা নাই । অনেক সময় এমন ভাব ধরে (তাদের কমেন্ট গুল পরে আমার এ ধারনা হয়েছে) যে সেগুলো নাকি তাদের লেখা ।

এটা আমার দ্বিতীয় রাগ । ৩) আর সবচেয়ে কষ্ট হয় তখন যখন দেখি যে কেউ সেফ হয়ে পোস্ট দিয়েছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.