আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার প্রতিবাদ

(c) নাসিফ চৌধুরী ভারত টিপাইমুখে বাঁধ দেবে । এই নিয়ে অনেক মিটিং,মিছিল,লং মার্চ, সমাবেশ,লেখালেখি অনেক কিছুই আমরা করছি । লাভের লাভ কি হচ্ছে ? ভারতীয় সরকার তো দূরের কথা আমাদের সরকারও সে কথায় কান দিচ্ছে না । উল্টো বাঁধ হলে ‘দেশের কি কি উপকার হবে’ সেই গবেষণা নিয়ে অনেক অনেকে ব্যাস্ত । কিভাবে ট্রানজিট দিলে ভারতের সুবিধা হবে সেই চিন্তায় মগ্ন ।

আমাদের বিরোধী দলও গলায় জোর এনে কিছু বলার সাহস পাচ্ছেনা । ভারতের বিরুদ্ধে গেলে যে ক্ষমতায় আসা একটু কষ্টের হয়ে যাবে । এসব বলা হয়েছে অনেক, এবার থাক । চাইলেই আমি ভারত থেকে আসা চাল, ডাল,পেঁয়াজ খাওয়া বাদ দিতে পারিনা । এগুলো আমাদের ব্যবহার করতে হবে ।

কিন্তু বাংলাদেশের বাজারে এমন কিছু ভারতীয় পন্য রয়েছে যে গুলো ব্যবহার করতে আমরা বাধ্য নই । আমি ব্যক্তিগত ভাবে সে গুলো বর্জনের সিদ্ধান্ত নিয়েছি । কতজন এ ব্যাপারে এগিয়ে আসবেন জানিনা । তবে এই মুহুরতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধের এর চেয়ে বড় প্রতিবাদ জানানোর কিছু আমি খুঁজে পাচ্ছি না। ভারতীয় যে সকল পন্য কোনদিনও ব্যবহার করবোনাঃ (পন্য তালিকার সংশোধন-সংযোজন চলবে) ইন্টারনেট ঘাটাঘাটি করে এসকল ভারতীয় পন্যের তালিকা তৈরি করেছি ।

এখানে আমার ভুল থাকতেই পারে । কোন ভুল থাকলে জানিয়ে দিবেন । একি সাথে আপনার পরিচিত এমন কোন পন্যের নাম থাকলে তাও জানিয়ে দেবেন) আসুন দেখা যাক কোন কোন পন্য বয়কট করা যায়, প্রথমে আসি এইটার ব্যাপারে । এয়ারটেল । এরারটেলের সাথে ‘পেয়ার’ সারাজিবনের জন্য বন্ধ ।

Airtel এবার আসি টিভি চ্যানেলে , অনেক কিছু করেও ভারতীয় টিভি চ্যানেল আগ্রাসন বাংলাদেশে বন্ধ করা যায়নি । পাঁচ দশটি ভারতীয় চ্যানেল রেখে খুব সহজেই বাকিগুলো বন্ধ করে দেওয়া যেতো । কিন্তু সেটা সম্ভব হয়নি, ভবিষ্যতেও সম্ভব বলে মনে হয়না । তাই যতটুকু সম্ভব ভারতীয় চ্যানেল থেকে দূরে থাকা যায় ততটুকুই ভাল । খাদ্য পন্যঃ ভারতীয় খাদ্য পন্যের অনেক বিকল্প রয়েছে আমাদের দেশে ।

চাইলে সহজেই এগুলো বর্জন করা যায় । নিচে খাদ্যপন্যগুলোর একটা তালিকা দিলাম । Lays chips kurkure chips Cadbury India chlor-mint kingfisher dalda center fresh , mentos , alpanliebe , happydent , air action Hajmla Parle G মোবাইল , যানবাহন , ইলেক্ট্রনিক্সঃ micromax hitech Karbonn macromedia Lava mobile Maruti pulsur tata Bajaj Videocon Air Indi Titan প্রসাধনীঃ আপারা এ ব্যাপারে একটু খেয়াল রাখবেন । অনেক আপাদের কাছে দেশপ্রেমের চাইতে ‘ফেস-প্রেম’ একটু বেশী । vlcc Dermo Viva Chic Veet Vatika Medimix Set Wet Softee টুথপেস্টঃ দরকার হইলে দাঁত মাজুম না , তারপরেও এই টুথপেস্ট গুলা না ।

Colgate Meswak Dabur RED Active বলপেনঃ Cellopen Montex অন্যান্য পন্যঃ whisper Nataraj Pencil Asian paint favicol Raymon dabur * যে ভাই-বোনেরা পন্যের নাম গুলো সংগ্রহে সাজায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ । ** কোন ভারতীয় পন্য বাদ পরলে নামটি আমাকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল ***তবে ভারতীয় পন্য কি না কেনার চাইতে সবচেয়ে ভাল হয় দেশীয় পন্য কিনা । আমরা সবাই দেশীয় পন্য ব্যবহার শুরু করলে আমাদের দেশের পন্যের মান ভারতীয় পণ্যের মান থেকে অনেক অনেক ভাল অবস্থানে পৌছাতে পারবে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.