আমাদের কথা খুঁজে নিন

   

শফিকুল গাণি স্বপনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৯ সালে পিতার মৃত্যুতে শূন্য আসনের উপনির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে রংপুর সদর ও নীলফামারীর ডোমার-ডিমলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী, বেসামরিক ও বিমান পর্যটন মন্ত্রী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.