Prothom Alo
ঢাকা, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১১, ১৬ পৌষ ১৪১৮, ৪ সফর ১৪৩৩
কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের তিরস্কার করলেন স্বাস্থ্যমন্ত্রী
কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের তিরস্কার করলেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩০-১২-২০১১
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের তিরস্কার করে বলেছেন, ‘বায়বীয়দের দিয়ে চিকিৎসাসেবা চলতে পারে না। এদের ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ’ গতকাল বৃহস্পতিবার ‘জাতীয় পুষ্টিসেবা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহাখালীর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা আজ চাকরিতে যোগ দিয়ে কালই শহরে চলে আসছেন। সম্প্রতি নিয়োগ দেওয়া ছয় হাজার চিকিৎসকের উদ্দেশে তিনি বলেন, ‘কে সেই লাটসাহেব? কত বড় স্বাচিপ নেতা তাঁরা? আমি তাঁদের দেখতে চাই।
আমি বলছি, স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন; তার পরও তাঁরা কর্মস্থলে যাচ্ছেন না। ’ সাংসদদের সমালোচনা করে তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে চিকিৎসক নেই—এ অভিযোগ করার এক মিনিট পর তাঁরাই চিকিৎসকের বদলির জন্য তদবির করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ সিভিল সার্জনদেরও ঘন ঘন ঢাকায় না আসার কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী বলেন, নতুন কর্মসূচিতে পুষ্টি আলাদা বিষয় থাকছে না। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর একসঙ্গে সারা দেশে পুষ্টিসেবা নিশ্চিত করবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়া আরও ১৩টি মন্ত্রণালয় এ কাজে যুক্ত হচ্ছে।
দুই অধিদপ্তর ও ১৩টি মন্ত্রণালয় পুষ্টি নিয়ে কাজ করলে সমন্বয়ে জটিলতা হবে কি না, তা নিয়ে অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে একাধিক প্রশ্ন ওঠে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মী ও পরিবারকল্যাণের কর্মীর কাছে আলাদা চাবি থাকে। একজনের চাবি হারিয়ে গেলে আরেকজন তালা খুলে দেয় না। ’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ১৬৭টি উপজেলায় আগে ‘পুষ্টি আপা’রা পুষ্টিসেবা দিচ্ছিলেন।
নতুন কর্মসূচিতে তাঁরা থাকছেন না। স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা সহকারীরা তাঁদের দৈনন্দিন কাজের পর পুষ্টিসেবা কতটা ও কীভাবে দেবেন, সেটা কর্মসূচি চালুর পর বোঝা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।