মত প্রকাশের স্বাধীনতা কোন সুযোগ নয়, অধিকার। ১৯৯৬ সালের আওয়ামী সরকারের সময় কলকাতার একটি বইমেলার অনুষ্ঠানের উপস্থাপক অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একাধিকবার ‘বাংলাদেশের মুখ্যমন্ত্রী’ বলে সম্মোধন করলে অনুষ্ঠান শেষে ক্ষুব্ধ বাংলাদেশী সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে এ বিষয়ে তার প্রতিক্রিয়া এবং প্রতিবাদ না করার কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘এটা শুনে তো আমার হাসি পাচ্ছিল।’ মানুষ সাধারণত তিনটি কারণে হাসেন— এক. তিনি খুশি হলে হাসেন এবং সেটিই প্রধান, দুই. তিনি নিদারুণ কষ্টে অসহায়ের হাসি হাসেন, তিন. নির্বোধের হাসি। ১৬/১৭টি ডক্টরেট ডিগ্রির স্বত্বাধিকারীকে তো আর বোকা ভাবা চলে না, তাই এই ভাবনাটি এক্সপাঞ্জ করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।