আমাদের বাড়ির ক্রিসমাস ট্রি টা আমার দুজন মিলে ডেকোরেট করলাম।
ক্লিফের কাছে ক্রিসমাসের সকালে ক্রিসমাস ট্রির নিচে আধা মাস ধরে রেখে দেয়া গিফ্ট গুলো খোলাটা খুব এক্সসাইটেড মুলক ব্যপার।
এর সাথে ধর্মের কোন যোগাযোগ নেই পুরোটাই পারিবারিক আনন্দের ব্যাপার।
তাই আমরা খুব জম্পেস করে ক্রিসমাস ট্রি টাকে ডেকরেট করি প্রতি বছর।
এরপর একে একে আমার দেযা গিফ্ট ক্লিফের জন্য আর ক্লিফের দেয়া গিফ্ট আমাকে - সব আমরা গাছের নিচে সারা মাস ধরে রেখে দেই।
কেউ জানি না কি আছে ভেতরে। মন উশ খুশ করে জানতে কি আছে রংগিন কাগজে মোড়া বাক্স গুলোতে !!!
সারা মাস ধরে অপেক্ষা করি !!!
তার পরে প্রজেন্ট গুলো খুলি ক্রিসমাস ডে-র সকাল বেলা। এখনও আমরা ছোট বাচ্চাই রয়ে গেলাম হা হা হা !! সাবাই তাই !! আপনারাও দেখবেন মনের ভেতরে আজও আপনারা সাবাই সেই ছোট্ট টি রয়ে গেছেন।
আমাদের ক্রিসমাস ট্রির ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।