'যে ব্যক্তি সহজ-সরল ও কোমল হবে, সে ব্যক্তির জন্য আল্লাহ দোযখ হারাম করে দেবেন' [সহীহুল জা'মে/৬৪৮৪]
ফেসবুক এবং টিভি চ্যানেল, বিজ্ঞাপণ গুলো দেখে মনে হচ্ছে দিওয়ালীর পর ভারতের সব থেকে বড় উতসব হল ক্রিসমাস। অথচ ভারতে মাত্র ২-৩% শতাংশ খৃষ্টান।
===============================
যারা বলে আল্লাহ সন্তান গ্রহন করেছেন তারা তো আল্লাহ সম্পর্কে বীভৎস কথা বলে (সবথেকে বড় গালি দেয়)। একথা বলা এতবড় অপরাধ যে এই অপরাধে আকাশ পৃথিবী বিদীর্ণ হয়ে যেতে পারে, পাহাড়-পর্বত চূর্ণ-বিচূর্ণ হয়ে যেতে পারে। [দ্রঃ সুরা মারইয়াম/৮৮-৯২]
কেউ আমাদের মা-বাবা অথবা আপনজন সম্পর্কে বীভৎস কথা বললে বা গালি দিলে আমরা লড়াই করি, ঝগড়া করি, তাকে ঘৃণা করি, সম্পর্চ্ছেদ করি, তার মুখও দেখতে চাইনা।
অথচ যারা মহান আল্লাহ সম্পর্কে বীভৎস কথা বলে, গালি দেয় তাদের আমরা বলি - ❝হ্যাপি ক্রিসমাস❞ ❝মেরি ক্রিসমাস❞। আফসোস! শুধুই আফসোস!!
================================
বিজাতির অনুকরণ করা মানেই হল স্বজাতির আচরণকে অপছন্দ বা ঘৃণা করা অথবা মন্দ জানা অথবা অপরিপূর্ণ মনে করা।
মহান আল্লাহ বলেন, 'সুপথ প্রকাশিত হওয়ার পর কেউ যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ব্যতিত অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় আমি সেই দিকেই তাকে ফিরিয়ে দেব এবং দোযখে তাকে নিক্ষেপ করব আর তা কতই নিকৃষ্ট আবাস!' [সুরা নিসা/১১৫]
===============================
তারা বলে ঈসা মসীহ নাকি আল্লাহর সন্তান। আর আল্লাহ বলেন, 'তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি' [সূরা ইখলাস/৩-৪]
কে সত্যবাদী? নিশ্চয় আল্লাহই সত্যবাদী এবং ওরাই মিথ্যাবাদী। যারা ওদের 'মেরি ক্রিসমাস' বলে শুভেচ্ছা জানাচ্ছে তারা কাদের দলের?
আল্লাহর রাসুল সা. বলেন, 'যে ব্যক্তি যে জাতির অনুরুপ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত' [আহমাদ ২/৫০, আবু দাউদ/৪০৩১, সহীহুল জা'মে/৬০২৫]
==================================
একবার এক পোপের সাথে ঝগড়া করছিলেন এক আলেম।
বিষয়বস্তু হল "যিশু কি ঈশ্বর"। পোপ বারবার বলতে লাগলেন যে যীশু আমাদের ঈশ্বর এবং তিনি আমাদের পাপের কারনে মারা গেছেন। অনেক আলোচনার পরও কোন ফল হচ্ছিল না। তখন একটা চাকর এসে আলেমের কানে কানে কিছু বলে গেল। অতঃপর আলেম কাদতে লাগলেন।
পোপ বলল কি ব্যপার কাদছেন কেন। আলেম বলল এইমাত্র একটা লোক এসে আমার কানে কানে বলে গেল যে ফেরেশতা জিবরাইল নাকি মারা গেছেস। এ কথা শুনে পোপ বলল আপনি আসলেই একটা বোকা। ফেরেস্তারা কি কখনো মারা যায়?! এ কথা শুনে আলেম বলল ঈশ্বর যদি মারা যেতে পারে তাহলে ফেরেস্তা কেন মারা যেতে পারবে না!?
================================
ফেসবুকে আমি
================================
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।