যে জন দিবসে মনের হরষে পোস্ট পড়িয়া দেয় না কমেন্টখানি... তাহার উপর জ্বলিল ভাইয়ের বদনজর পড়িবে লইও জানি... গত ২৩শে ডিসেম্বরের ছবি দিয়ে অনেকে ছবিব্লগ বানিয়েছেন, সেগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু কথা ছাড়া কি মনের ভাব প্রকাশিত হয়? তাই তাহাদের ছবিব্লগ থেকে কিছু ছবি রিফুমিক্স করে এখানে দেওয়া হল... ১. আশা ২. আয়ের উপায় ৩. গুরুজির উপদেশ ৪. আনন্দ ৫. দুঃখ ৬(ক). মজা ৬(খ). বিস্ময় ৭. সুযোগ ৮. দ্বিধা ৯. বিতরন ১০. হাসি ১১. পরোপকারি ১২. উপায় ১৩. আক্রমন ১৪. হুমকি এবং ১৫. হতাশা + আরও ছবি যোগ করা হবে... + ছবিগুলোর জন্য পনি আপু, রাষ্ট্রপ্রধান, নষ্ট কবি, সুমন এবং তাসফি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। + এই ছবিগুলোর সকল চরিত্র কাল্পনিক, যদি নেহায়েতই কারও নাম, ঘটনা এমন কি চেহারাও মিলে যায়, তা সম্পুনই কাকতালীয় মাত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।