বুকের ভেতর বহু দূরের পথ... আগামীকাল সামহোয়্যারইন সিনেমাখোরদের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাই।
আড্ডার ডাক দিয়েছিলেন ব্লগার পুশকিন। তার ডাকে সাড়া দিতে আমরা কাল একত্র হচ্ছি টিএসসিতে। আড্ডায় উপস্থিতি নিশ্চিত করেছেন-
আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জিসান ভাই আর হেলাল ভাই
অরো নিশ্চিত করেছেন- দূর্যোধন, স্নিগ, দারাশিকো, ফেলুডার চারমিনার, নাফিজ মুনতাসির, সাদমান সাদেক (নীলপদ্ম), আরজুপনি,শিপু ভাই, তন্ময় ফেরদৌস সহ আরো অনেকে।
আড্ডা আর পরিচয়ের ফাঁকে ফাঁকে চলবে মুভি আদান-প্রদান ।
তাই ল্যাপটপ, পেন ড্রাইভ,হার্ড ড্রাইভ ইত্যাদি নিয়ে আসতে পারেন। তবে আড্ডা শুধু সিনেমা সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেনা তা বোধকরি আর বলার প্রয়োজন নেই! যখন আড্ডা শুরু হয় তখন কী আর বিষয়ের ঠিক থাকে! কারো গান বাজনার শখ থাকলে গিটার, হারমোনিয়াম, বাঁশি ইত্যাদি অবশ্যই নিয়ে আসবেন।
তো জম্পেশ একটা আড্ডার জন্য কাল চলে আসুন টিএসসিতে। দেখা হবে
তারিখ : ২৩ ডিসেম্বর, শুক্রবার
স্থান : টিএসসি
সময়: বিকেল ৩:৩০
আড্ডার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে- পুশকিন ভাইয়ের এ পোস্টে ক্লিকান
যোগাযোগ:
পুশকিন: ০১৮৪৩-২২২২২৭
মেইল করুন
সতর্ককীকরণ বিজ্ঞপ্তি : কেউ ক্যামেরা আনতে চাইলে আনতে পারেন। যারা ক্যামেরা আনবেন তারা ছবি তোলার সময় দয়া করে যার ছবি তুলবেন তার অনুমতি নিয়ে নিবেন।
অনেকেই ছবি তোলার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন।
আড্ডার ফেসবুক ইভেন্ট
ফেসবুকে সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা-র গ্রুপ
হ্যাপী ব্লগিং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।