আমাদের কথা খুঁজে নিন

   

সকল সিনেমাখোরদের দৃষ্টি আকর্ষণমূলক পোষ্ট ও সিনেমাখোরদের ব্লগ আড্ডা (সর্বশেষ আপডেট)

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ । সিনেমাখোরদের আড্ডা নিয়ে হয়তো অনেকই হয়তো অবগত। পূর্ববর্তী পোষ্ট দুটোতে আমরা প্রস্তাব দিয়েছিলাম সময় ও তারিখের জন্য। আর এই প্রস্তাবে উপর ভিত্তি করে আমরা তারিখ ঠিক করেছি এবং সেই সাথে সময়। তবে আড্ডার জায়গার ব্যপারে আমরা এখন ও দ্বিধাগ্রস্ত।

আর তা দূর করার জন্যই এই পোষ্ট। আমি ব্যক্তিগত ভাবে বেশ কয়েকটি জায়গা দেখেছি এবং তার উপর ভিত্তি করে সবাইকে তার সুবিধা অসুবিধা বলছি। আপনারা আজ যেই স্থান কে উপযুক্ত করে ভোট দিবেন সেই খানেই হবে সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা। প্রথমেই বলছি আমাদের আড্ডা ঠিক হয়েছে ২৩ শে ডিসেম্বর শুক্রবার। শুরুটা হবে ৩:৩০ থেকে।

আমরা ফেসবুকে সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা এই নামে একটা গ্রুপ খুলেছি সকল সিনেমাখোরদের এক সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে। এখানে সবাই সিনেমা নিয়ে আলোচনা করে থাকেন। মুভি রিকোমেন্ড করে থাকেন,চ্যাট করেন,মুভি আদান-প্রদান করেন। আপনারা চাইলেই এখানে জয়েন করে এর উত্তরণে অবদান রাখতে পারেন। এই গ্রুপে কিছু দিন আগে জরিপ চালানো হয়েছিলো কোন জায়গাটা আড্ডার জন্য উপযুক্ত।

সেই জরিপের উপর ভিত্তি করে আমরা জায়গা গুলোর সুবিধা-অসুবিধা বলছি। অনুগ্রহ করে সবাই মন্তব্যে জায়গার জন্য ভোট দিবেন। যেই জায়গার ভোট বেশী তাকেই নির্বাচন করা হবে। ১.রবীন্দ্র সরোবর : অনেকের কাছেই প্রিয় একটা প্লেস। আড্ডার জন্য উপযুক্ত।

আপনার সব সুবিধা থাকবে আপনার হাতের কাছেই। এখন কথা হচ্ছে আড্ডা হবে শুক্রবার। আর শুক্রবারে মানুষ সেখানে স্বাভাবিক ভাবে থাকে বেশী। তাই সবার সেখানে বসতে হতে পারে অসুবিধা। ২.টি এস সি:আড্ডার জন্য সবচেয়ে পারফেক্ট প্লেস।

সব কিছুই আছে হাতের নাগালে। যত মানুষই হোক বসতে সমস্যা নাই। তবে সমস্যা হলও এখানে ধূমপান এলাউ না। অনেকের হয়তো ধূমপানের অভ্যাস আছে। যদিও আমরা আড্ডাকে ধূমপাননমুক্ত রাখতে চাচ্ছি।

৩.ওসমানী উদ্যান গ্যালারী:এই জায়গার প্রস্তাব দেন ব্লগার দারাশিকো। তিনি এ সম্পর্কে যা বলেছেন তাই লিখছি এখানে “সোহরাওয়ার্দী মাঠের ভেতরে, টিএসসির দিক থেকে কাছে একটা ছোট গ্যালারী আছে, রবীন্দ্র সরোবরের মতো গোল - ওই জায়গাটা দারুণ প্লেস। গ্যালারী হওয়ায় একত্রে বসার সুযোগ আছে, বাদাম অ্যাভেইলেবল। “ তবে এখানে যেটা সমস্যা দেখলাম তা হলও আড্ডা সন্ধ্যা পর্যন্ত যাবে আশা রাখি। তখন সেখানে আলোর স্বল্পতাটা সমস্যা করতে পারে।

**আমরা এই তিনটা জায়গাকেই শর্ট লিস্ট করেছি। আশা করি এই তিনটার যেকোনো একটাই হবে আমাদের আড্ডার স্থান। এখন কিছু কথা আমরা হয়তো অনেককেই আড্ডায় প্রথমবারের মত দেখা পাবো। তাই হয়তো কারো মাঝে জড়তা কাজ করে পারে। সসেই আশংকা কে উড়িয়ে দিচ্ছি আমরা।

কারণ সবাই এই খানে যথেষ্ট পরিমাণে আন্তরিক হবে। ব্লগার দুর্যোধন কে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি আড্ডায় সঞ্চালকের ভূমিকা পালন করতে। অনেকেই ল্যাপটপ আনবেন বলেছেন,তাঁরা আনতে পারেনটি এস সিতে আড্ডা হলে আপনি WIFI এর সুবিধা পাবেন। ব্লগার দিপ কে আমাদের ফেসবুক গ্রুপের জন্য একটা পোষ্টার তৈরির অনুরোধ জানাচ্ছি তার পছন্দ অনুযায়ী। আড্ডায় ফোটোশেসন রাখতে চাচ্ছি।

তাই কোন ব্লগার ক্যামেরা আনলে বেশ ভালো হয়। অনুরোধ করছি কেউ যেন সেটা করে। আর খাওয়া দাওয়া টা সমবায় পদ্ধতিতে হলে ভালো হয়। কারো উপর চাপ পরে না আরকি। **সবশেষে আরও যারা আড্ডায় আসতে চান তাঁরা এ আপনার সামু আইডি,নাম ও নাম্বার সহ মেইল করতে পারেন।

আর যারাই মেইল করেছেন সবাই ২৩ তারিখের আগে কনফার্মেশন এস এম এস পেয়ে যাবেন অথবা মেইল পাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.