আমাদের কথা খুঁজে নিন

   

সকল সিনেমাখোরদের দৃষ্টি আকর্ষণমূলক পোষ্ট ও সিনেমাখোরদের ব্লগ আড্ডা (সর্বশেষ আপডেট)

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ । ২৩ তারিখের সিনেমাখোরদের আড্ডায় আপনি আসছেন তো ? (সর্বশেষ আপডেট) আগামী ২৩ শে ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি তে সামহোয়্যারইন এর সিনেমাখোর গ্রুপ থেকে “সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা” শিরোনামে এক আড্ডার আয়োজন করতে যাচ্ছে। আমরা আমাদের পূর্ববর্তী পোষ্টে এ নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। যদিও এর আয়োজক সিনেমা প্রেমীরা,তবে এখানে সবাই আমন্ত্রিত। যে কেউ চাইলেই জয়েন করতে পারবেন।

সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা ২০১১ • তারিখ ::: ২৩শে ডিসেম্বর ২০১১ • সময় ::: বিকাল ৩.৩০ মিনিট • স্থান::: টি এস সি-ঢাকা বিশ্ববিদ্যালয় • ফেসবুক ইভেন্ট লিংক কিছু বিষয় সমূহ : ১.আপনি চাইলে ল্যাপটপ,ডেক্সটপ(যদি পারেন),পেন ড্রাইভ,হার্ড ড্রাইভ নিয়ে আসতে পারেন। আমাদের আড্ডার একটা সেগমেন্ট থাকবে মুভি আদান প্রদান। ২.কেউ ক্যামেরা আনতে চাইলে আনতে পারেন। ৩.কারো গান বাজনার শখ থাকলে গিটার,হারমোনিয়াম,তবলা,পিয়ানো আনতে পারেন। ৪.শুধু মাত্র সিনেমা নিয়ে আড্ডা সীমাবদ্ধ থাকবে না।

আমরা সকল বিষয় নিয়েই আলাপ আলোচনা করবো। সবার অংশ গ্রহণ নিশ্চিত করবো। সবাই কে সুযোগ দিব কথা বলার,পরিচিত হওয়ার। ৫.খাওয়া দাওয়া ও হইবেক,তবে সমবায় নীতি অনুসরণ করে। একটি অনুরোধ : এটা আমাদের ফেসবুক ফ্যান পেজ।

গ্রুপের সকল সদস্যকে অনুরোধ করছি সামুর "আপনার লিঙ্কস"অপশনে "সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা" এই শিরোনামে এই গ্রুপের লিংকটি যোগ করার জন্য। এটি আমাদের গ্রুপের প্রচার ও প্রসারে সাহায্য করবে এবং সিনেমাখোরদের অফিসিয়াল পেজ হতে ও সহায়তা করবে। সকলের সহযোগিতা একান্ত কাম্য। পদটিকা : যরা আমাকে মেইল করেছে তারা সবাই মেইল পেয়ে যাবেন ২২ তারিখের মধ্যে। মেইলে চোখ রাখুন।

আমাদের গ্রুপে সর্বদা আপডেট দেওয়া হয়,সেখানে চোখ রাখুন। সম্ভব হলে যারা আমাকে নাম্বার দিয়েছেন তাঁদের SMS করা হবে। যোগাযোগ মেইল করুন ******************************************************************** সকল সিনেমাখোরদের দৃষ্টি আকর্ষণমূলক পোষ্ট ও সিনেমাখোরদের ব্লগ আড্ডা (সর্বশেষ আপডেট) সিনেমাখোরদের আড্ডা নিয়ে হয়তো অনেকই হয়তো অবগত। পূর্ববর্তী পোষ্ট দুটোতে আমরা প্রস্তাব দিয়েছিলাম সময় ও তারিখের জন্য। আর এই প্রস্তাবে উপর ভিত্তি করে আমরা তারিখ ঠিক করেছি এবং সেই সাথে সময়।

তবে আড্ডার জায়গার ব্যপারে আমরা এখন ও দ্বিধাগ্রস্ত। আর তা দূর করার জন্যই এই পোষ্ট। আমি ব্যক্তিগত ভাবে বেশ কয়েকটি জায়গা দেখেছি এবং তার উপর ভিত্তি করে সবাইকে তার সুবিধা অসুবিধা বলছি। আপনারা আজ যেই স্থান কে উপযুক্ত করে ভোট দিবেন সেই খানেই হবে সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা। প্রথমেই বলছি আমাদের আড্ডা ঠিক হয়েছে ২৩ শে ডিসেম্বর শুক্রবার।

শুরুটা হবে ৩:৩০ থেকে। আমরা ফেসবুকে সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা এই নামে একটা গ্রুপ খুলেছি সকল সিনেমাখোরদের এক সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে। এখানে সবাই সিনেমা নিয়ে আলোচনা করে থাকেন। মুভি রিকোমেন্ড করে থাকেন,চ্যাট করেন,মুভি আদান-প্রদান করেন। আপনারা চাইলেই এখানে জয়েন করে এর উত্তরণে অবদান রাখতে পারেন।

এখন এই গ্রুপে কিছু দিন আগে জরিপ চালানো হয়েছিলো কোন জায়গাটা আড্ডার জন্য উপযুক্ত। সেই জরিপের উপর ভিত্তি করে আমরা জায়গা গুলোর সুবিধা-অসুবিধা বলছি। অনুগ্রহ করে সবাই মন্তব্যে জায়গার জন্য ভোট দিবেন। যেই জায়গার ভোট বেশী তাকেই নির্বাচন করা হবে। ১.রবীন্দ্র সরোবর : অনেকের কাছেই প্রিয় একটা প্লেস।

আড্ডার জন্য উপযুক্ত। আপনার সব সুবিধা থাকবে আপনার হাতের কাছেই। এখন কথা হচ্ছে আড্ডা হবে শুক্রবার। আর শুক্রবারে মানুষ সেখানে স্বাভাবিক ভাবে থাকে বেশী। তাই সবার সেখানে বসতে হতে পারে অসুবিধা।

২.টি এস সি:আড্ডার জন্য সবচেয়ে পারফেক্ট প্লেস। সব কিছুই আছে হাতের নাগালে। যত মানুষই হোক বসতে সমস্যা নাই। তবে সমস্যা হলও এখানে ধূমপান এলাউ না। অনেকের হয়তো ধূমপানের অভ্যাস আছে।

যদিও আমরা আড্ডাকে ধূমপাননমুক্ত রাখতে চাচ্ছি। ৩.ওসমানী উদ্যান গ্যালারী:এই জায়গার প্রস্তাব দেন ব্লগার দারাশিকো। তিনি এ সম্পর্কে যা বলেছেন তাই লিখছি এখানে “সোহরাওয়ার্দী মাঠের ভেতরে, টিএসসির দিক থেকে কাছে একটা ছোট গ্যালারী আছে, রবীন্দ্র সরোবরের মতো গোল - ওই জায়গাটা দারুণ প্লেস। গ্যালারী হওয়ায় একত্রে বসার সুযোগ আছে, বাদাম অ্যাভেইলেবল। “ তবে এখানে যেটা সমস্যা দেখলাম তা হলও আড্ডা সন্ধ্যা পর্যন্ত যাবে আশা রাখি।

তখন সেখানে আলোর স্বল্পতাটা সমস্যা করতে পারে। **আমরা এই তিনটা জায়গাকেই শর্ট লিস্ট করেছি। আশা করি এই তিনটার যেকোনো একটাই হবে আমাদের আড্ডার স্থান। এখন কিছু কথা আমরা হয়তো অনেককেই আড্ডায় প্রথমবারের মত দেখা পাবো। তাই হয়তো কারো মাঝে জড়তা কাজ করে পারে।

সসেই আশংকা কে উড়িে দিচ্ছি আমরা। কারণ সবাই এই খানে যথেষ্ট পরিমাণে আন্তরিক হবে। ব্লগার দুর্যোধন কে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি আড্ডায় সঞ্চালকের ভূমিকা পালন করতে। অনেকেই ল্যাপটপ আনবেন বলেছেন,তাঁরা আনতে পারেনটি এস সিতে আড্ডা হলে আপনি WIFI এর সুবিধা পাবেন। ব্লগার দিপ কে আমাদের ফেসবুক গ্রুপের জন্য একটা পোষ্টার তৈরির অনুরোধ জানাচ্ছি তার পছন্দ অনুযায়ী।

আড্ডায় ফোটোশেসন রাখতে চাচ্ছি। তাই কোন ব্লগার ক্যামেরা আনলে বেশ ভালো হয়। অনুরোধ করছি কেউ যেন সেটা করে। আর খাওয়া দাওয়া টা সমবায় পদ্ধতিতে হলে ভালো হয়। কারো উপর চাপ পরে না আরকি।

**সবশেষে আরও যারা আড্ডায় আসতে চান তাঁরা এ আপনার সামু আইডি,নাম ও নাম্বার সহ মেইল করতে পারেন। আর যারাই মেইল করেছেন সবাই ২৩ তারিখের আগে কনফার্মেশন এস এম এস পেয়ে যাবেন অথবা মেইল পাবেন। ******************************************************************** ফেসবুক গ্রুপ। । সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা ।

সকলকে এই খানে জয়েন করার অনুরোধ জানাচ্ছি সকল প্রকার আপডেটের সাথে কানেক্ট থাকার জন্য। আপনার সমস্যা ও অনুসন্ধানের জন্য আপনি এখানে ও পোষ্ট করতে পারবেন। । । গতকাল সকল সিনেমাখোরদের একসাথে আড্ডার ব্যাপারে একটা পোষ্ট দিয়েছিলাম।

এবং এতে অনেক সিনেমাখোর ব্লগার সম্মতি জানিয়েছেন এবং অনেকেই আমাকে মেইল করে নাম্বার দিয়েছেন। সকলের উৎসাহের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আড্ডাকে আরও সুন্দর ও সকলের অংশ গ্রহণ নিশ্চিত করতে আমি, ব্লগার কাঊসার রুশো এর সাথে যোগাযোগ করি। তিনি উৎসাহ দেন এবং সেই সাথে সম্মতি ও বেশ কয়েকটি প্রস্তাবনা। তাঁর সেই প্রস্তাবনার আলোকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করে সিনেমাখোরদের ব্লগ আড্ডার আপডেট ও বেশ কিছু প্রস্তাবনা দিচ্ছি । সকলের অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্য আমরা সকল বিষয় আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে মূল সিদ্ধান্ত নিবো।

বিশিষ্ট ব্লগার দারাশিকোর কাছে অনুরোধ সিনেমাখোর গ্রুপে যেন ব্লগ আড্ডা বিষয়ক এই পোষ্টটি ষ্টিকি করা হয়। আড্ডার সময় নির্ধারণ : যেহেতু সবাই কম বেশী সবাই জব করে,তাই আড্ডাটা শুক্রবারে হওয়াই শ্রেয়তর। সম্ভাব্য বেশ কয়েকটি তারিখ দিচ্ছি এর মধ্যে আশা করি যে কোন একটা ঠিক হয়ে যাবে। আশা করি সকলেই মতামত জানাবেন আন্তরিক ভাবে। সম্ভাব্য তারিখ সমূহ : * ৯ ই ডিসেম্বর * ১৬ ই ডিসেম্বর (এই দিন বিজয় দিবস।

আড্ডার একটা ভালো সময়। তবে ঐ দিন হয়তো সব জায়গায় ভিড় থাকবে। সকলের মতামত এই খানে আশা করছি) *২৩ শে ডিসেম্বর * ৩০ শে ডিসেম্বর ( দিনটা সুন্দর কারন বছর বিদায়ের আগের দিন। তবে অনেক দেরী হয়ে যায় না ? মতামত আশা করি) সম্ভাব্য তারিখ সমূহের সময় নির্ধারণ : যেহেতু সময় এটা গুরুত্ব পূর্ণ বিষয় তাই এতে ও সকলের মতামত চাচ্ছি। শুক্রবারে যেহেতু ঠিককরা আমার মতে বিকেলের সময় ভালো।

সময়টা শুরু হতে পারে ৩টা থেকে ৩:৩০ এর মধ্যে। ৫টায় যেহেতু সেই সময় সন্ধ্যে হয়ে যাবে তাই আগ বেলা হলে আমরা দিনের আলোর সুযোগ নিতে পারবো। তবে আশা করছি এখানে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আড্ডার স্থান নির্ধারণ : আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে আড্ডার জন্য ভালো হয় ঢাকা ইউনিভার্সিটির এলাকা। সবার কাছে পরিচিত ও সকলের সমদূরত্বের মধ্যে।

ঢাকা ইউনিভার্সিটিতে আড্ডার জায়গা হতে পারে : * ছবির হাটের সামনে * কার্জন হলের সামনের মাঠে * টি এস সি *রবীন্দ্র সরোবর * অথবা অন্য কোথাও সকলের মতামতের ভিত্তিতে এখন পর্যন্ত যারা নিশ্চিত করেছেন মোটামুটি ব্লগ আড্ডার ব্যাপারে : * কাঊসার রুশো (উপস্থিত.......) * নাফিজ মুনতাসির ( উনি খাদ্য রসিক। খওয়া থাকলে থাকবেন বলছেন) * দূর্যোধন (সব ঠিকঠাক থাকল উনি আছেন) * স্বর্ণমৃগ (আমি আপনার মেইল ও নাম্বার পেয়েছি। সব আপডেট জানাবো) * মামুণ * ওবায়েদুল আকবর ( উনি আসবেন কিনা দ্বিধাগ্রস্ত) * ফেলুডার চারমিনার ( দিনক্ষণ কনফার্ম হলে উনি আছেন) * েমাস্তািফজ রানা ( দিনক্ষণের অপেক্ষায়) * ছাইরাছ হেলাল ( হেলাল ভাইকে চাইইইইইইইইইইইই,দেখি আসেন কিনা) * মুনতা ( সব ফিক্সড হলে আসবেন,ইনশাল্লাহ....) * শামীম মামুন (আপনার নাম্বার পেয়েছি। অনুগ্রহ করে সামু আইডিটা মেইল করুন) * মমিন মাহমুদ (আপনার নাম্বার পেয়েছি। অনুগ্রহ করে সামু আইডিটা মেইল করুন) * পুশকিন ( আমি তো আছি ইইইইইইই...) কিছু কথা : সিনেমাখোরদের প্রথম ব্লগ আড্ডায় আপনার আইডিয়া সাদরে গ্রহণ করা হবে।

যেকোনো রকম কনফিউশন হলে আমাকে মেইল করুন আপনার নাম্বার ও সামু আইডি সহ এইখানে । । সেই সাথে অনুরোধ করছি সময়,তারিখ ও জায়গার ব্যাপারে মন্তব্য করুন। আইডিয়া শেয়ার করুন। সর্বশেষে : এই সিনেমাখোরদের আড্ডা সামু ও বাংলা ব্লগ ইতিহাসে সম্ভবত প্রথম।

এটিকে সুন্দর ও সকলের কাছে অর্থবহ ও অর্থপূর্ণ করতে সকলের অংশগ্রহণ কাম্য। আর তাই কিছু না ভেবে হয়ে পড়ুন সিনেমাখোরদের প্রথম ব্লগআড্ডা ইতিহাসের অংশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.