আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইন FACT 2006

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

সবাই 2006 শেষ হবার আগেই 2006 নিয়ে পোষ্ট দিয়ে ফেলেছে। আমি পুরো 2006 শেষ হবার পর দিলাম। 2006 এর পুরোটা না হ্যেলও নয়টি মাস ছিলাম এখানে। এর ভেতর যেসব FACT আমার চোখে পড়েছে সেগুলো অল্প কথায় তুলে ধরার চেষ্টা করছি- 1 > কতৃপক্ষ বিনা পয়সায় সার্ভিস দিচ্ছে জনগনের গালি খাওয়ার জন্য। 2 > দিনের পর দিন মুসলমানদের অনুভুতিতে আঘাত করা পোষ্ট নিয়ে কতৃপক্ষ নীরব থাকলেও কতৃপক্ষরে কেউ নাস্তিক দাবী করে না.. কিন্তু কয়েকদিন ইসলাম পন্থীদের পোষ্ট একটু বেশী হইলেই দোষ কতৃপক্ষের।

কতৃপক্ষ রাজাকার!! 3 > পৃথিবীর সকল ডিসকাসন সাইটেই ইগনোরিং সিষ্টেম ও মডারেশন থাকতে পারলেও এইখানে থাকলেই বাক স্বাধীনতা খর্ব হয়। 4 > আমি গালি দিলে হয় বাক স্বাধীনতা.. আর অন্যে আমারে গালি দিলে হয় এ্যবিউজ.. 5 > যুক্তিতে না পারলে ফালতু কথার উপর কোন জিনিসই নাই। এইটাকে আবার স্যাটায়ার বইল্যা চালিয়ে দেয়া যায়... 6 > নিজেকে প্রগতিশীল(!) প্রমান করতে হইলে অবশ্যই চ' রেটেড হইতে হইবেক (মানে প্রচুর গালাগালি জানা ও প্রয়োগ করার ক্ষমতা থাকতে হবে) 7 > একজন নতুন ব্লগার ঢুকে গালাগালি কলেই সেইটা হয় হাবিবমহাজন অথবা শাওন অথবা ত্রিভুজের নিক। কিন্তু কিছুদিন পর যখন দেখা যায় সেই চ' রেটেড (গালিবাজ) ব্লগার ফজলে এলাহী, শাওন, ত্রিভুজ বা আস্তমেয়েকে গালি দিচ্ছে তখন মুখে কুলুপ এঁটে বসে থাকাটাই শ্রেয়। 8 > মানুষের পেছনে লেগে থাকাটাই এখানে সবচেয়ে বড় গুন হিসেবে দেখা হয়।

কে কত জ্ঞানী ব্লগার তা এই নিক্তিতেই মাপা হয়। 9 > কেউ যখন সবাইরে ছাগল ও ছাগু উপাধি দিতে থাকে তখন তার পোষ্টগুলো ঘাটলেই একটা জিনিষ লক্ষ করবেন...। তার নিজের 80% পোষ্টই ছাগল ও ছাগু বিষয়ক। 10 > আমি অনেক জ্ঞানী (সবাই কয়).. আমি জানি নামের ক্ষেত্রে বানান কোন সমস্যা নয়.. কিন্তু ত্রিভূজ কেন তার নামের বানান 'ত্রিভুজ' লিখব.. এইটা নিয়া আমার আপত্তি আছে। এইরকম কতাবার্তা কইয়া অনেকের কাছে আমি গুরু হইয়া গেছি।

11 > 'নু্যড ছবি আমার কাছে অশ্লীল লাগে না। আরবি ভাষাটাকে অশ্লিল লাগে...' এইরকম কইতে পারলেই আপনি ব্লগের সবচেয়ে প্রগতিশীল জ্ঞানী ব্লগার হিসাবে সবার কাছে পরিচিতি পাইবেন। 12 > আমার প্রিয় লোক বানান ভুল ('র' এর যায়গায় 'ড়' এবং 'ড়' এর যায়গায় 'র') করলে সমস্যা নাই.. কিন্তু আমি যারে দেখতে পারি না সে করলেই সমস্যা। 13 > আমার প্রিয় ব্যাক্তি যখন 'আজ বৃষ্টি দেখতে ছাদে গিয়েছি.." টাইপ পোষ্ট দেয় তখন সেটা হয় সাহিত্য... আর আমার অপ্রিয় কেউ দিলেই হয় ন্যাকামী। 14 > আমি বিশাল হেডিং এর পোষ্ট দিলে সমস্যা নাই.. আমার অপ্রিয় কেউ দিলেই প্রতিবাদ! 15 > কেউ 'কাট কপি পেষ্ট' করলে তারে গাইলাইয়া শ্যাষ কইরা ফালামু.. কিন্তু যদি আমার মতের সাথে তার একটু মিল পাওয়া যায় তাইলে কোন সমস্যাই নাই।

16 > লেখার মান কেমন তা জানার সময় নাই.. ঐ ব্যাক্তিরে আমি পছন্দ করি না.. সুতরাং তার পোষ্ট দেখা মাত্রই 1.. আর প্রিয় ব্যাক্তি কপি পেষ্ট মারলেও রেটিং 5 17 > ইংরেজীতে লেখতে পারবেন না... লেখলে আপনারে গাইলাইয়া শেষ্য কইরা ফালামু.. কিন্তু আমরা যাগোরে দেখবার পারি না তাগোরে নিয়া ফালতু কথা ইংরেজী কেন, জাপানী ভাষায় দিলেও সমস্যা নাই... 18 > ব্লগের বেশীর ভাগ যার উপর ক্ষ্যাপা (সেটা যৌক্তিক হোক আর অযৌক্তিক কারনেই হোক) তাকে নিয়ে দুই একটা ফালতু পোষ্ট দিলেই আপনি সুপার হিট। 19 > ইসলাম নিয়ে কয়েকটি পোষ্ট করলেই বিনামূল্যে রাজাকার খেতাব পেয়ে যাবেন। 20 > মেয়ে হয়েও ছেলেদের সাথে সস্তা অশ্লিলতায় মজা পাওয়া ও অংশগ্রহন করা অধিক স্মার্টনেসের পরিচায়ক। আরো বেশ কিছু FACT আছে... এখন মনে পড়ছে না... পরবর্তিতে যুক্ত করা হবে। ---- 7:19 PM 01/01/2007 112416


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.