আমি এবং আমরা
আরিলের পরামর্শে আমরা সামহোয়্যারইনে একটা কালচারাল টিম খুলতে চেয়েছি বেশ কয়েকদিন ধরেই, তো গতকাল সবার মাথায় ভুত চাপল যে শুরু করতেই হবে। তো কি করা যায়, আমরা সবাই রাজি হয়ে গেলাম গিটার কিনতে। যেই ভাবা সেই কাজ। গতকাল রাতে আমি, হাসান, মৌলি, রবিন, শরিফ, রিদম আর সৈকত মিলে গেলাম সাইন্স ল্যাবে মেলোডিতে, চারজন চারটা গিটার কিনে ফেললাম। অফিসে রাহিল ভাই গিটারে এক্সপেরিয়েন্সড এবং উনি আগে ব্যান্ডে বাজিয়েছেন।
আপাতত উনি আমাদের বেসিক টা শিখিয়ে দেবেন।
আজকে সকালে মজা হল, অফিসে সবাই এসেছি গিটার নিয়ে। এক কাঁধে ল্যাপটপ, আরেক কাঁধে গিটার, একএকজনকে দেখতে যা লাগছিল না!!!। তারপর শুরু হল টুংটাং, সব রুমে শুধু টুংটাং শোনা যাচ্ছে। কিছুক্ষন পরে আরিল ও এসে কিছুক্ষন টুংটাং করে গেল।
খুব মজা হচ্ছে অফিসে। আশা করি খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারব। (ক্লোজআপহাসি)
এরকম মজার অফিস আর কয়টা আছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।