বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
এই সব আল-ফালতু আপডেট(গ্রুপ) না দিয়ে, লেখা ফরমেটের জন্য উন্নত ফিচার যেন যোগ করার হয় ।
এমনি কোড লিখতে লিখতে হাতের অবস্থা কাহিল হয়ে যায় ।লিংক ঢুকালে লেখার বিন্যাস এর অবস্থা পোষ্ট করার আগ পর্যন্ত বুঝা যায় না, আর বার একই ফন্ট দিয়ে লেখতেও ভাল লাগে না(এটি এখন জরুরী নয়), আর লেখার মাঝখান ছবি ঢুকানে ব্যাপারটা আরও সুন্দর লাগে(এটি এখন জরুরী নয়),রং করতে গেলে বার বার কোডিং কপি পেষ্ট করা লাগে, তাছাড়া কোন বিষয় যা টেবিল আকারে পোষ্ট করার প্রয়োজন পরে তাতো করাই যায় না, মোদ্দকথা আমরা কোডিং থেকে মুক্তি চাই, আর কারেন্ট প্রিভিউ চাই
ফন্ট না যোগ করলেও আপাতত চলে, কিন্তু অক্ষরের আকৃতি, লিংক, রং, টেবিল, লেখার ডান-মধ্যে-বাম দিকে বিন্যাস, লেখার মাঝে ছবি , এগুলি প্রয়োজন, সেই সাথে প্রিভিউ যেন সাথে সাথে দেখা যায় অথার্ত ইনসার্ট করার সাথে সাথেই লেখার বক্সেই সরাসরি দেখা যায় ।
[গাঢ়]যদি আমার সাথে একমত হোন, তাহলে হ্যাঁ বলুন [/গাঢ়]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।