আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইন শোকেস

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



মাঝে মাঝে একটা দুইটা ব্লগারের লেখা চোখে পড়ে, দেখে হোঁচট খাই, থেমে পড়তে শুরু করি। সময়ের সাথে হারিয়ে যায় সে ব্লগ, লেখা, লেখক। কিন্তু মাঝে মাঝে হঠাৎ মনে পড়ে সেই লেখার কথা, লেখকের কথা। তখন মনে হয় আহা যদি খুঁজে পাওয়া যেত সেই লেখককে! তাছাড়া ব্লগের একটু ভালো লেখার একটি ঝলকও থাকা দরকার, তাহলে একজন বড় ভাই বা বন্ধুকে দেখিয়ে বলতে পারতাম - শোকেসে গিয়ে দেখিস, অদ্ভুত ভাল ভাল সব লেখা আছে। আচ্ছা এরকমটা করা যায় না, প্রতি মাসের ভালো ভালো লেখা গুলো জমা হবে শোকেসে।

কে বাছাই করবে? কেন রেটিং পদ্ধতিকে কাজে লাগানো যায়। অথবা 'রিপোর্ট করুন'এর মতো, 'শোকেসে যুক্ত করুন' ধরনের কোনো অপশন। কিংবা মডুরামের মতো কোন জনপ্রতিনীধি? আবার এরকম হতে পারে -- পার্সোনাল শোকেস এবং পাবলিক শোকেস পাশাপাশি। একটা লেখা 20জন মানুষের পার্সোনাল শোকেসে গেলে সেটা অটোম্যাটিক্যালী পাবলিক শোকেসে চলে আসবে। পার্সোনাল শোকেসটা অনেকটা ফেভারিট লেখা বা পছন্দের লিঙ্কের মতো শোনালেও এটাতে শুধু মাত্র অন্যের পছন্দসই লেখাগুলো থাকবে।

বিভিন্ন পোস্টের নীচে থাকবে 'আমার শোকেসে যুক্ত কর', ক্লিক করলেই যুক্ত হয়ে যাবে সেটি। বেশী কিছু চেয়ে ফেললাম বোধাহয়। যেটুকু দেবার আশ্বাস ছিল সেটাই পাচ্ছিনা, অতিরিক্তটুকু আসবে কোত্থেকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.