করতে চাই অনেক কিছু কিন্তু পারি না। আমজনতার হয়ে বলছি -----------------------মোঃ হারুন অর রশিদ (অমি) জনদরদী জননেতা হতে আমি আসিনি, এসেছি, আমজনতার প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে। আমি বলিনি কেন আমরা খেতে পাইনা, পড়তে পারিনা, কেন আমার ঘড়ের চালে টিন নেই, কেন দুবেলা দুমুঠো অন্নের নিশ্চয়তা নেই, কেন রোগে ভুগে বিনা চিকিৎসায় কুকুরের মতো মরতে হয়, কেন আমার অবুঝ শিশুকে খাবারের জন্য রাস্তায় হাত পাততে হয়, কেন দ্রব্য মূল্যের উদ্ধগতিতে লাগাম দেওয়া যাচ্ছে না, কেন ক্লাসের সেরা ছাত্রটির হাতে কলমের বদলে মরনাস্ত্র, কেন তারা মুক্তবুদ্ধির বদলে টেন্ডারবাজির চর্চা করে, কেন সর্বচ্চো ডিগ্রী নেবার পরও বড় কর্তার পদলেহন করতে হয়, কেন পুঁজিবাদের চরমতম নিষ্পেষণে আমরা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছি, কেন আমাদের ফাইল নড়াতে মোটা অঙ্কের সেলামী দিতে হয়, কেন প্রশাসন অধিকার বঞ্চিতের হয়ে কথা বলে না। আমি এসব কোন কেনরই উত্তর জানতে চাই না, কারন, এমন হাজারো কেনর উত্তর আমার জানা। আমি শুধু একটাই, শুধুমাত্র একটাই দাবী নিয়ে এসেছি, কবে, কবে আমাদের অধিকার ফেরত পাব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।