shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / মানসিক গঠনের জন্য কি শুধুমাত্র পরিবারই দায়ী নাকি পুরো সমাজব্যবস্থাই দায়ী ? facebook এ কিছু পোস্ট আসে মাঝে মাঝে । বেশীরভাগই দেখা যায় মেয়েদের জন্য অবমাননামুলক আবার অথবা বিদ্বেষ মূলক । যেমন , একটি পোস্ট এরকম ,একটি ছেলে একটি মেয়ের গলায় রশি বেঁধে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে । ছেলেটির হাতে একটি লাঠি । প্রয়োজনে যাতে মেয়েটিকে সে দু চার ঘা দিতে পারে ।
অধিকাংশ ছেলের মন্তব্য ছিল ‘ উচিত হয়েছে , এরকম করা উচিত । ইত্যাদি । এটাকে কি বলবো ? মনের বিদ্বেষ ? হিংসে ? নাকি না পাওয়ার জ্বালা ? facebook ব্যবহার করে বেশীর ভাগই ইয়াং জেনারেশান এর ছেলেমেয়ে । মোটামোটি পড়াশোনা জানা তো বটেই । তাহলে পড়াশোনা করেও নৈতিকতা বোধ শ্রদ্ধা পরস্পরের প্রতি তৈরি হচ্ছে না ।
এটা কেন হচ্ছে ? তাহলে আমরা যা পড়ছি যা শিখছি তা কি শুধুমাত্র শেখার জন্য শেখা ?পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ সেই পড়াশোনা ? প্রাত্যহিক জীবনে যদি এই মূল্যবোধ জন্ম না নেয় তবে সত্যিকারে আমরা আসলে যে তিমিরে পড়ে আছি সে তিমিরেই পড়ে থাকব । রাগ হিংসা বিদ্বেষ নিয়ে যে জাতি বেড়ে ওঠে তাদের কুপ্রবরিত্তি একসময় প্রধান হয়ে দাঁড়ায় । তাই হয়তো মেয়েদের এত এসিড সন্ত্রাসের স্বীকার হতে হয় । আরও নানা নির্যাতনের স্বীকার হতে হয় ।
যেমন একটি পরিবারে শুধু বাবা থাকেন না ।
মা থাকেন ,ভাই থাকে , বোন থাকে । সুতরাং মূল্যবোধ গুলো পরিবার থেকে লালন করতে হবে । প্রত্যেকে প্রত্যেককে শ্রদ্ধা করতে হবে , ভালবাসতে হবে ।
আমার কলেজে বেশ কিছু ছাত্রকে দেখি মানসিক ভাবে বিপর্যস্ত । অথবা অসুস্থ ।
বয়স ১৮/১৯/২০ এর মধ্যে । ওদের মা বাবা ওদের নিয়ে খুব উদ্বিগ্ন । তবে মায়েরাই বেশী উদ্বিগ্ন । মনে হয় বাবারা আরো বেশী । আবার সন্তানের কাছে প্রত্যশাও বেশী ।
তার ক্ষমতার অতিরিক্ত তার কাছে প্রত্যাশা । আবার কারো কারো বাবার ইচ্ছের কাছে সমর্পণ । আবার কার ও সংসারে মা বাবার বিচ্ছেদ অথবা বাবার চলে যাওয়া অন্যজগতে । অগত্যা ছেলেটি মানসিক ভাবে বিপর্যস্ত হওয়া কিংবা অসুস্থ্য হওয়া । এক মা আসেন ।
খুব সাদাসিদা মহিলা । ছেলে আর তার বাবার এই দন্দে তিনি অস্থির। ছেলের বাবার ইচ্ছে সে ইঞ্জিনিয়ারিং পড়বে। কিন্তু ছেলের ইচ্ছে অন্য । তাই সে বাবার কথা শুনে না ।
এই নিয়ে হই চই মারপিট ছেলেকে । ছেলেটি পড়াশোনায় অমনোযোগী। ক্লাস করতে চায় না । ইত্যাদি সমস্যায় মা পর্যুদস্ত । আসলে সন্তান হলেই যে মা বাবার সব ইচ্ছে পূরণ করতে পারবে তা কিন্তু না ।
সবারই একটা ক্ষমতা থাকে অথবা ইচ্ছে থাকে যা হয়তো মা বাবার ইচ্ছের সাথে মিলতে নাও পারে। তাই ভালবাসা আদর যত্ন দিয়ে বোঝানো যেতে পারে। গঠন করা যেতে পারে সুস্থ মানসিকতা । সুন্দর জীবন গঠনে সহায়তা করা যেতে পারে। পরিবার থেকেই সে যাবে বড় পরিসরে ।
তার জন্য তাকে তৈরি করতে হবে পরিবার থেকেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।